রাশেদুল হাসান >>
এবারের এইচএসসি পরীক্ষায় ফেনীতে ৪২.৭৮ শতাংশ পাশ করেছে। জেলার ৩০ টি কলেজে এবার ৯ হাজার ২শ ৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্য থেকে ৪ হাজার ৭ শ’ ৫১ জন পরীক্ষায় উত্তীর্ণ হলেও পাশের দঁড়ি ছুতে পারেননি ৪ হাজার ৫শ’ ৩১ জন শিক্ষার্থী। জেলায় ১শ’ ৩৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে।
ফলাফল বিবরণীতে জানা যায়, ফেনী সদর উপজেলার সাউথ ইস্ট কলেজে ৩শ’ ৫০ জনের মধ্যে ৭৭ জন, নাসির মেমোরিয়াল কলেজে ২শ’ ৩৪ জনের মধ্যে ৯৯জন, জয়নাল হাজারী কলেজে ৫শ’ ২৩ জনের মধ্যে ৩শ’ ৭৭জন, ফেনী সরকারী কলেজে ১ হাজার ১শ’ ৪৮ জনের মধ্যে ৮শ ৬৪ জন, সরকারী জিয়া মহিলা কলেজে ৮শ’ ৫৪ জনের মধ্যে ৭শ’ ৭২ জন, গার্লস ক্যাডেট কলেজে ৫১ জনের মধ্যে সবাই, ফেনী সিটি কলেজে ৩শ’ ৩৩ জনের মধ্যে ১শ’ ২১ জন, ফেনী ভিক্টোরিয়া কলেজে ১শ’ ৫৭ জনের মধ্যে ৫৪ জন, ফেনী মডেল কলেজে ২৮ জনের মধ্যে ৬ জন ও ফেনী বিকন মডেল কলেজে ২শ’ ৫৯ জনের মধ্যে ৭০ জন পরীক্ষার্থী পাশ করেছে।
ছাগলনাইয়া উপজেলার মৌলভী শামসুল করিম কলেজে ৩শ’ ৯৬ জনের মধ্যে ৩শ’ ৪৬ জন, ছাগলনাইয়া সরকারী কলেজের ৭শ’ ৩৫ জনের মধ্যে ৩শ ৬৩, আবদুল হক ডিগ্রি কলেজ ২শ’ ৩৫ জনের মধ্যে ১শ ৮৬ জন, দক্ষিণ ভল্লবপুর স্কুল এন্ড কলেজে ১শ’ ৬৩ জনের মধ্যে ৫৪ জন, চাঁদগাজী স্কুল এন্ড কলেজে ১শ’ ১০ জনের মধ্যে ২৮ জন।
দাগনভূঞা উপজেলার উত্তর আলী পুর স্কুল এন্ড কলেজে ৯৩ জনের মধ্যে ৩০জন, ইকবাল মেমোরিয়াল কলেজে ৭শ ৭৯ জনের মধ্যে ৪শ’ ৬৬জন, রাজাপুর স্কুল এন্ড কলেজে ৩শ ৩১ জনের মধ্যে ১শ’ ৩৭জন, দরবেশের হাট পাবলিক কলেজে ৩৫ জনের মধ্যে ২২ জন পাশ করেছে।
সোনাগাজী উপজেলার এনায়েত উল্লাহ মহিলা কলেজে ১শ’ ১৭ জনে ৭৫ জন, বক্তার মুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজে ৬শ’ ১ জনের মধ্যে ১শ’ ৪৩জন, সোনাগাজী সরকারী ৪ শ’ ৯১ জনের মধ্যে ১শ’ ৬ জন পরীক্ষার্থী পাশ করে।
ফুলগাজী মহিলা কলেজে ২শ ৮১ জনের মধ্যে ১শ’ ১০ জন, ফুলগাজী সরকারী কলেজে ২শ’ ৭৩ জনের মধ্যে ৮৬ জন।
পরশুরাম উপজেলার হাজী মনির আহাম্মদ কলেজে ১শ ৫৯ জনের মধ্যে ৯৬ জন, আলী আজ্জম স্কুল এন্ড কলেজে ১শ’ ১৭ জনের মধ্যে ৩২ জন, হাসানপুর শাহ আলম চৌধুরী ৯৯ জনের মধ্যে ২০ জন, পরশুরাম সরকারী কলেজে ৩শ’ ৯ জনের মধ্যে ১শ’ ২৪জন ও খন্ডল স্কুল এন্ড কলেজে ৬৭ জনের মধ্যে ২৪ জন পাশ করেছে।
ফেনী সরকারী কলেজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, আমাদের প্রত্যশা অনুযায়ী এবার ফলাফল অর্জিত হয়নি। তিনি সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের এ বিষয়ে আরো বেশি সচেতন ও আন্তরিক হওয়ার আহবান জানান।
এ ব্যাপারে জেলা শিক্ষা অফিসার ওয়ালি উল্যাহ বক্তব্য প্রদানে অপারগতা প্রকাশ করেন।
সম্পাদনা: আরএইচ/এনকে/এসএইচডি
এ সম্পর্কিত আরো প্রতিবেদন
১। জিপিএ-৫’র স্বাদ পায়নি ফেনীর ২৪ কলেজ
২। ফেনীতে নতুন কলেজ গুলোর ফলাফল বিপর্যয়ে পাশের হার কমেছে
৩। ফেনীতে ব্যবসায় শিক্ষায়ও ৫জন পায় জিপিএ-৫
৪। ফেনীতে মানবিক বিভাগে ৫ শিক্ষার্থী পায় জিপিএ-৫
৫। ফেনীর তিন উপজেলায় জিপিএ-৫ পায়নি কেউ
১০। ছাগলনাইয়ায় পাশের হার ৫৬.৯১
১২। ফেনীতে জিপিএ-৫ না পেয়ে ক্ষোভ ও হাতাশায় শিক্ষার্থীরা
১৩। ফেনী জেলার পাশের হার ৪২.৭৮ ॥ ১৩৩ জিপিএ-৫