নিজস্ব প্রতিনিধি>>
পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ফেনীতে চোরাকারবারী চক্র সক্রিয় হয়ে উঠছে। বিগত এক সাপ্তাহে জেলার ভিবিন্ন স্থান থেকে প্রায় ১ কোটি ২৬ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, থ্রি-পিস ও কসমেটিক্স উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে অভেধ পথে ভারতীয় মালামাল বাংলাদেশে নিয়ে আসে চোরাকারবারী চক্র। তারা ফেনী সদর উপজেলার ধর্মপুর, ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিভিন্ন পয়েন্টে শাড়ী, থ্রি-পিচ ও কসমেটিক্স পাচার করে। পাচার কালে গত এক সাপ্তাহে জেলার তিনটি স্থানে অভিযান চালিয়ে বিজিবি বিপুল পরিমান শাড়ী, থ্রি-পিচ ও কসমেটিক্স উদ্ধার করে। ওই সূত্র জানায়, ২৮ আগস্ট শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া উপজেলার মধুগ্রাম সীমান্তের কৈয়ারা এলাকায় অভিযান চালায় বিজিবি। অভিযানের টের পেয়ে একটি মালবাহী ট্রাক রাস্তায় রেখেই চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা ওই ট্রাক তল্লাশী করে ১ হাজার ৩শ’ পিছ অবৈধ শাড়ী, থ্রি-পিছ জব্দ করে। বিজিবি জানায়, জব্দকৃত শাড়ীর আনুমানিক মূল্য ৬৮ লাখ ৫ হাজার টাকা। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিজিবির নায়েক সুবেদার মো. ইমতিয়াজুর রহমানের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুলে অভিযান চালানো হয়। এ সময় একটি ট্রাক থেকে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় শাড়ী জব্দ করা হয়
৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে হাবিলদার মো. লিটন তালুকদারের নেতৃত্বে একটি দল পরশুরাম উপজেলার মোহাম্মদপুরে অভিযান পরিচালনা করে। এ সময় ভারতের ত্রিপুরা থেকে আগত বিভিন্ন ব্যক্তিকে তল্লাশী করে। এ সময় কয়েকটি ব্যাগ রেখে কিছু লোক পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা ওই ব্যাগ তল্লাশী করে প্রায় ২ লাখ টাকা মূল্যের কসমেটিক্স সামগ্রী জব্দ করে।
ফেনীস্থ ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’র অতিরিক্ত পরিচালক মেজর মোহাম্মদ শামীম ইফতেখার নতুন ফেনী’কে বলেন, সীমান্তবর্তী এসব এলাকাগুলোতে সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। জব্দকৃত এসব মালামাল ফেনী শুল্ক বিভাগে জমা দেয়া হয়েছে বলেও তিনি জানান।
সম্পাদনা: আরএইচ/এনকে
ফেনীতে চোরাকারবারী চক্র সক্রিয় ॥ এক সপ্তাহে ১ কোটি ২৬ লাখ টাকার ভারতীয় কাপড় উদ্ধার







