রাশেদুল হাসান >>
অবাধ তথ্য প্রবাহের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ফেনীর প্রশাসন। তথ্য অধিকার নিশ্চিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত তথ্য সরবরাহ করে প্রশংসা কুড়িয়েছেন ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার পিকেএম এনামুল করিম ও ফেনী মডেল থানার পরিদর্শক মাহবুব মোরশেদ।
খোঁজ নিয়ে জানা যায়, ফেইসবুুকে ‘ইউএনও ফেনী সদর’ ও ‘ফেনী মডেল থানা’ শিরোনামের দুটি একাউন্টে প্রতিদিনকার তথ্য দিয়ে গণমাধ্যমকর্মীসহ সাধারণ মানুষকে সহযোগিতা করে আসছে। এ দু’ কর্মকর্তার কর্মকান্ডে ফেনীতে কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট অনলাইন সাংবাদিকরা সন্তুষ্টি প্রকাশ করেন। তাদের মতে তথ্যের জন্য সাংবাদিকদের থানাসহ বিভিন্ন দফতরে নানা ভোগান্তিতে পড়তে হয়। এ দু’জন কর্মকর্তা সত্যিই অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন। সাইদুল ইসলাম সনেট নামের এক ফেইসবুক ব্যবহারকারী জানান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে তথ্য সরবরাহ করলে ওই তথ্যে গরমিল থাকে না। অন্য মাধ্যমগুলো অনেক সময় নিজেদের স্বার্থে তথ্য গোপন বা বাড়িয়ে প্রচার করে থকে। যাতে করে পাঠক বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থকে। প্রসংশনীয় এ কর্মকান্ডের জন্য ফেনী সদর ও মডেল থানাকে সাধুবাদ জানান তিনি।
এ বিষয়ে ফেনী প্রেস ক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের ফেনী ব্যুরো প্রধান বখতেয়ার ইসলাম মুন্না বলেন, বিষয়টি সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। এটা দ্বারা কানেকটিভিটি স্ট্রং হয়, সচেতনতা বৃদ্ধি পায়। তবে এটাকে ধারাবাহিক রাখতে হবে।
ফেনী রিপোর্টাস ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময়’র সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ দুটি প্রতিষ্ঠান তাদের প্রতিদিনকার কিছু কিছু তথ্য দেয়। কিন্তু প্রকাশ যোগ্য বা মানুষ জানার যোগ্য সবক’টি তথ্য প্রকাশ করলে আরো ভালো হয়। আমি আশা করছি এ বিষয়ে প্রতিষ্ঠান দু’টি আরেকটু নজর দিবেন। এ দুটি প্রতিষ্ঠানের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠান এগিয়ে এলে ‘অবাধ তথ্য প্রবাহ’ বাক্যটি একটি অর্থবহ বাক্যে পরিণত হবে।
ফেনী টেলিভিশন সাংবাদিক ফোরাম’র সভাপতি ও বাংলা ভিশনের ফেনী প্রতিনিধি রফিকুল ইসলাম জানান, নানা সীমাবদ্ধতার মাঝেও এ দু’টি প্রতিষ্ঠান সব সময়ই গণমাধ্যমকর্মীদের তথ্যপ্রদানে সহযোগিতা করে থাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য প্রাদানে প্রতিষ্ঠান দু’টো বেশ সক্রিয়। এটি যেন সব সময় সক্রিয় থাকে এ দাবী রাখবো এ দুটি প্রতিষ্ঠানের প্রতি।
ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার পিকেএম এনামুল করিম, অনেক সীমাবদ্ধতার মাঝেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য প্রদানের চেষ্টা করে আসছি। আমরা চেষ্টা করছি মানুষের তথ্য পাওয়া নিশ্চিত করতে। এ ধারা অব্যাহত থাকবে এবং আগামীতে আরো বেশি তথ্য প্রদানের চেষ্টা থাকবে।
সম্পাদনা: আরএইচ
অবাধ তথ্য প্রবাহের অনন্য দৃষ্টান্ত ফেনী সদর ও মডেল থানা
