নাজিম উদ্দিন চৌধুরী >>
ফেনীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার বিকাল তিনটায় ফেনীস্থ্য আঞ্চলিক আবহাওয়া অফিস এ তাপমাত্রার রেকর্ড করেন বলে জানান উচ্চমান পর্যবেক্ষক জিয়া মামুনুর রশিদ।
তিনি আরো বলেন, আগামী আরও তিন-চারদিন তাপমাত্রা এমন বেশি থাকবে। এ সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তাপমাত্রা কমবে না। মূলত দেশের বিস্তীর্ণ এলাকার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ।
এদিকে অতিরিক্ত তাপ প্রবাহের কারণে জনজীবনে মারাত্মক প্রভাব পড়েছে। অফিস-আদালত ও ব্যবসা প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের হাঁসফাঁসের মধ্যদিয়ে দিনটি অতিবাহিত হয়েছে। তীব্র গরমে নিন্ম আয়ের মানুষদের মধ্যে চরম হতাশা নেমে এসেছে। পেটের দায়ে সকালে বের হলেও বেলা বাড়ার সাথে সাথে কাজ গুটিয়ে বাসায় ফিরতে বাধ্য হয়েছেন অনেকে। বিশেষ করে শহরের শত শত রিক্সা চালক, সিএনজি চালক, ক্ষুদ্র ব্যবসায়ীরা দুপুরের মধ্যে বাসায় ফিরে গেছেন বলে স্থানীয়রা জানান।
মঙ্গলবার দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা থেকে আসা রিক্সা চালক মোতালেব (৪৮) জানান, গরম আর সহ্য হচ্ছে না তাঁর। তাই শহরের সহদেবপুর বাসার দিকে চলে যাচ্ছেন। সকাল থেকে কত টাকা রোজগার হয়েছে জানতে চাইলে দুই শ’ থেকে আড়াই শ’ টাকা রোজগার হয়েছে বলে তিনি জানান।
একই ভাবে দিনাজপুরের রিক্সা চালক মজনু মিয়া (৩৮) শাহানশাহ (২৮), নোয়াখালীর আবু বক্কর (৫০), ক্ষুদ্র ব্যবসায়ী মজলহক (৫২), কফিল উদ্দিন (৩২) তীব্র গরমে দুপুরের মধ্যে দোকানপাট বন্ধ করে বাসায় চলে গেছেন। শহরের চিরচেনা ট্রাংক রোড অনেকটা ফাঁকা হয়ে গেছে।
স্থানীয় কোমল পানীয়ের দোকান, ভ্রাম্যমান শরবতের দোকানে তৃষ্ণা মেটাতে সাধারণ মানুষের ভিড় লেগে আছে। গরম সহ্য করতে না পেরে রাস্তার পাশের টং দোকানগুলো এসব নিন্ম আয়ের মানুষের মাথা গোজার ঠাঁই হয়েছে।
এ বিষয়ে ফেনীস্থ আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক কবীর আহাম্মদ নতুন ফেনী’কে জানান, বিকাল তিনটা পর্যন্ত ফেনীতে ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছ। তিনি বলেন, আরো দু’ চারদিন পর্যন্ত এটি বজায় থাকবে। রাতেও তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে তিনি জানান।
সম্পাদনা: আরএইচ/এনইউসি