ফেনীতে পোষ্টার সেঁটেই পালিত হচ্ছে যুবদলনেতার মৃত্যুবার্ষিকী ! • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে পোষ্টার সেঁটেই পালিত হচ্ছে যুবদলনেতার মৃত্যুবার্ষিকী ! • নতুন ফেনী
 ফেনী |
১৬ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীতে পোষ্টার সেঁটেই পালিত হচ্ছে যুবদলনেতার মৃত্যুবার্ষিকী !

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৫৯ অপরাহ্ণ, ০৩ ডিসেম্বর ২০১৪

নিজস্ব প্রতিনিধি>>
পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুন-উর রশিদের প্রথম মৃত্যুবার্ষিকীতে কোন কর্মসূচি পালন করছেনা বিএনপি-যুবদলসহ অঙ্গসংগঠন। এ নিয়ে দলটির নেতাকমীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
দলীয় সূত্রে যায়, ২০১৩ সালের ৪ ডিসেম্বর বিকালে বিএনপি-জামায়ায়াতের ডাকা অবরোধের সমর্থনে জেলা যুবদলের সভাপতি গাজী হাবিব উল্যাহ মানিকের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি ট্রাংক রোডের দিকে অগ্রসর হওয়ার সময় পুলিশ ফাঁড়িতে ইট-পাটকেল নিক্ষেপ ও আশপাশের দোকানপাট ভাংচুর চালায় নেতাকর্মীরা। মিছিলকারীরা শহরের ইসলামপুর রোডের মাথায় পৌঁছলে পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করলে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ গুলি ছোঁড়ে। এসময় যুবদলকর্মীরাও পাল্টা গুলি ছোড়ে। এতে সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হারুন-উর রশিদ (২৮) নিহত  ও পুলিশ সদস্য সামছুদ্দীন (৩৮), মাঈন উদ্দিন (৫২), সামছুর রহমান, আক্তার, যুবদলকর্মী আরমান, মিন্টু, সুমন, কাজী আবু বকর ছিদ্দিক, ইসমাইল হোসেন আহত হয়। এদিকে যুবদল নেতা হারুনের প্রথম মৃত্যুবার্ষিকীতে শহরে দু-একটা পোষ্টার সাঁটালেও আর কোন কর্মসূচি না থাকায় দলটির নেতাকর্মীদের মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে জেলা যুবদলের এক নেতা ক্ষোভ প্রকাশ করে জানান, হারিয়ে গেলে এসব দলে নেতাকর্মীদের আর কোন মূল্য থাকে না। তিনি বলেন, আজ যুবদলের ত্যাগী নেতা হারুনের মৃত্যুবার্ষিকী সে খবরটা দলের শীর্ষ নেতারা আদো জানেন কিনা সন্দেহ আছে। এর জন্য তিনি দলের অভ্যন্তরীন কোন্দলকে দায়ী করেন।
ফরহাদ নগর ইউনিয়ন যুবদলের সভাপতি শাহাদাত হোসেন নতুন ফেনী’কে জানান, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হারুনের প্রথম মৃত্যুবার্ষিকীতে খুনিদের শাস্তির দাবীতে পোষ্টার সাঁটানো হয়েছে।
এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি গাজী হাবিব উল্যাহ মানিক নতুন ফেনী’কে জানান, সরকার মামলা-হামলা ও হয়রানী করে বিএনপি নেতাকর্মীদের সভা-সেমিনারে পুলিশ দিয়ে বাধা দিচ্ছে। দলীয় কর্মসূচি পালনে সরকার ১৪৪ ধারা জারি করা সহ অগণান্ত্রিক আচারণ করছে। গাজী মানিক ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, সবাই জানে পুলিশের গুলিতে হারুন মারা গেছে অথচ সে মামলায় আমাকে এক নাম্বার আসামী করা হয়েছে। আমরা কোন দেশে বসবাস করছি। এমন পরিস্থিতিতে যুবদল নেতা হারুনের মৃত্যুবার্ষিকী পালণ করার মত কোন পরিবেশ নেই বলে তিনি জানান।
সম্পাদনা: আরএইচ/এমইউপি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.