নতুন ফেনী ডেস্ক>>
ফেনীতে মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু’র ছবি সম্বলিত পেস্টুন পদদলিত করেছে তার সমর্থকরা। শুক্রবার ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ-ছাত্রদল সংঘর্ষের পর শহরের এসএসকে সড়কে এ ঘটনা ঘটে। এ নিয়ে দলীয় নেতাকর্মী ও রানু সমর্থকদের মাঝে ক্ষেভের সৃষ্টি হয়।
এর আগে শহরের টেলিফোন ভবনের এলাকা থেকে বর্ণাঢ্যা র্যালী বের করে জেলা ছাত্রদল। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আবু তাহের, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিষ্টার র্যালির নেতৃত্ব দেন। র্যালীর অগ্রভাগে ছিলেন, ছাত্রদলের সভাপতি নঈম উল্যাহ চৌধুরী বরাত, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মামুন, পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিন আলাল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি মাইন উদ্দিন আনসারী, জেলা সেচ্চা সেবকদলের সভাপতি কপিল উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান জুয়েল প্রমূখ।
র্যালিটি ট্রাংক রোড হয়ে ইসলামপুর রাস্তার মাথায় পৌঁছলে মিছিল থেকে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে বেশকয়েকটি গাড়ী ও দাকানপাট ভাংচুর করে ছাত্রদলকর্মীরা। পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। থেমে থেমে ঘন্টাব্যাপী চলা সংর্ঘষে পথচারীসহ ১২ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ১০ রাউন্ড ফাকা গুলি ও ৫ রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এ সময় বিক্ষুদ্ধ ছাত্রদলকর্মীরা শহরের বিভিন্ন স্থানে অন্তত ১০টি গাড়ীসহ মাকেট-দোকানপাটে ভাংচুর করে। ঘটনায় জড়িত থাকার সন্দেহে ২৮ জনকে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে জেলা ছাত্রদলের সভাপতি নঈম উল্যাহ চৌধুরী বরাত নতুন ফেনীকে জানান, ছাত্রদলের শান্তিপূর্ণ র্যালিতে সরকারদলীয় এজেন্টরা প্রবেশ করে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং তারাই আমাদের নেত্রী রানু’র ছবি সম্বলিত পেস্টুন পদদলিত করে। ছাত্রদলের কোন নেতাকর্মী এ ধরণের কাজ করতে পারে না।
সম্পাদনা: আরএইচ/এমইউপি
ফেনীতে বিএনপি নেত্রী রানুর ছবি সম্বলিত পেস্টুন পদদলিত !







