মাঈন উদ্দিন পাটোয়ারী >>
বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের এক মাসে ফেনীতে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় ঝলসে গেছে চালকসহ ৭ জনের ভাগ্য। আহতদের সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এনিয়ে সর্বত্র উদ্ভেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। এদিকে পেট্রোল বোমা হামলার প্রতিবাদ করেছে মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন।
জানা যায়, ২০ দলীয় জোটের ৬ ফেব্রুয়ারী থেকে অনির্দিষ্টকালীন অবরোধ ও হরতালে জেলার অন্তত ৬ টি স্থানে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় চালকসহ ৭ যাত্রী দগ্ধ হয়েছে। পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পেট্রোল বোমা ও বোমা তৈরীর সরঞ্জামসহ কয়েকজনকে আটক করেছে। অবরোধের ১০ম দিন রাত ১৫ জানুয়ারী বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের বাখরাবাদ গ্যাস অফিসের সামনে একটি মালবাহী ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে চালক মিরাজুল ইসলাম দগ্ধ হন। ২০ জানুয়ারী মঙ্গলবার রাত ৯টার দিকে ফেনী-বসুরহাট সড়কের দুধমুখা বাজারের পার্শ্বে কুমার পুল এলাকায় একটি সিএনজি অটোরিক্সায় পেট্রোলবোমা নিক্ষেপ করে। এসময় চালক সাব্বির হোসেন, যাত্রী শাহাজাহান পিন্টু, সাদ্দাম হোসেন ও মানিক মজুমদার দগ্ধ হয়। ২৮ জানুয়ারী বুধববার রাতে ঢাকা-চট্টগাম পুরাতন মহাসড়কের কালিপালে আরেকটি সিএনজি চালিত অটোরিক্সায় পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে চালক নওশাদ ঝলসে যায়। একইভাবে ৩১ জানুয়ারী শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজার সংলগ্ন দুলামিয়া রাস্তার মাথায় একটি হিউম্যান হলারে (ইমা পরিবহন) পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় চালক আবুল কাশেম’র শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। এই দিন রাতে ফেনী শহরের এসএসকে সড়কের পুলিশ কোয়ার্টার রাস্তার মাথায় দায়িত্ব পালনরত পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের খবর পাওয়া গেছে। একই ভাবে ১ ফেব্রুয়ারী রবিবার শহরের ট্রাংক রোডের খেঁজুর চত্তর এলাকায় অবরোধকারীদের তান্ডব চলাকালে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় ৬টি সিএনজি চালিত অটোরিক্সা পুড়ে যায়। এ ঘটনায় অভিযান চালিয়ে ১২ জনকে আটক করলেও অন্য ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এদিকে আহতদের প্রথমে স্থানীয়রা উদ্ধার করে ফেনী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে প্রেরণ করে। আহত সকলে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে ফেনী মডেল থানার পরিদর্শক মাহবুব মোরশেদ নতুন ফেনী’কে জানান, পুলিশ অভিযান চালিয়ে পেট্রোল বোমাসহ যুবদলকর্মী আজিম ও বোমা তৈরীর সরঞ্জামসহ শিবিরের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এসব ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও তিনি দাবী করেন।
সম্পাদনা: আরএইচ/এমইউপি
ফেনীতে পেট্রোল বোমায় ঝলসে গেছে ৭ জনের ভাগ্য







