ফেনীর ৩ আসনে এমপি হয়েছেন যাঁরা • নতুন ফেনীনতুন ফেনী ফেনীর ৩ আসনে এমপি হয়েছেন যাঁরা • নতুন ফেনী
 ফেনী |
১৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীর ৩ আসনে এমপি হয়েছেন যাঁরা

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৫৬ অপরাহ্ণ, ২৬ নভেম্বর ২০২৩

ফেনী জেলার তিনটি সংসদীয় আসনে এমপি ও মহিলা এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন অনেকে। জাতীয় সংসদ নির্বাচনের ১১টি আসরের সব কটিতে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে জয়লাভ করেন তাঁরা।

১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (ফেনী অংশ) আসনে প্রখ্যাত সাংবাদিক এবিএম মূসা, নোয়াখালী-২ আসনে ফেনীর মুকুটহীন সম্রাট খাজা আহাম্মদ ও নোয়াখালী-৩ আসনে এবিএম তালেব আলী এমপি হন।

১৯৭৯ সালের দ্বিতীয় সংসদ নির্বাচনে যথাক্রমে নোয়াখালী-১ আসনে লে: কর্ণেল (অব:) জাফর ইমাম বীরবিক্রম, নোয়াখালী-২ আসনে রফিকুজ্জামান ভূঁইয়া ও নোয়াখালী-৩ আসনে এবিএম তালেব আলী এমপি হন।

১৯৮৬ সালের তৃতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে জাফর ইমাম বীরবিক্রম, ফেনী-২ আসনে জয়নাল আবেদনী হাজারী, ফেনী-৩ আসনে মজিবুল হক চৌধুরী এমপি হন।

১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে ল: কর্ণেল (অব:) জাফর ইমাম বীর বিক্রম, ফেনী-২ আসনে ফেনী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবদীন ভিপি, তবে ঐ নির্বাচনে তিনি জাসদ থেকে প্রতিদ্বন্ধিতা করেন। ফেনী-৩ আসনে মজিবুল হক চৌধুরী এমপি হন।

১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালোদা জিয়া, ফেনী-২ আসনে জয়নাল আবেদীন হাজারী, ফেনী-৩ আসনে মাহবুবুল আলম তারা এমপি নির্বাচিত হন।

১৯৯৬ সালের ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে বেগম খালেদা জিয়া, ফেনী-২ আসনে জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন হাজারী, ফেনী-৩ আসনে মাহবুবুল আলম তারা এমপি হন।

১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে পুনরায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ফেনী-২ আসনে জয়নাল আবেদীন হাজারী, ফেনী-৩ আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি মো. মোশাররফ হোসেন এমপি হন।

২০০১ সালের অষ্টম জাতীয় নির্বাচনে ফেনী-১ আসনে পুনরায় বেগম খালেদা জিয়া, ফেনী-২ আসনে জয়নাল আবদীন ভিপি, ফেনী-৩ আসনে মো. মোশাররফ হোসেন এমপি হন।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে বেগম খালেদা জিয়া, ফেনী-২ আসনে জয়নাল আবদীন ভিপি, ফেনী-৩ আসনে মো. মোশাররফ হোসেন এমপি হন।

২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আখতার, ফেনী-২ আসনে জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ফেনী-৩ আসনে সৌদি আরবের জেদ্দা আওয়ামীলীগের সভাপতি হাজী রহিম উল্যাহ নির্বাচিত হন।

একইভাবে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আখতার, ফেনী-২ আসনে জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ফেনী-৩ আসনে মাসুদ উদ্দিন চৌধুরী নির্বাচিত হন।

এছাড়াও জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হিসেবে ১৯৯৬ সালে হালিমা খাতুন, ২০০১ ও ২০০৮ সালে বিএনপির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহানা আক্তার রানু ও ২০১৪ সালে ফেনী জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জাহান আরা বেগম সুরমা দায়িত্ব পালন করেন।

সম্পাদনা: আরএইচ/এনকে/এনজেটি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.