কল করলেই সোনাগাজীর প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাচ্ছে ফ্রি বঙ্গবন্ধু অক্সিজেন • নতুন ফেনীনতুন ফেনী কল করলেই সোনাগাজীর প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাচ্ছে ফ্রি বঙ্গবন্ধু অক্সিজেন • নতুন ফেনী
 ফেনী |
১৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কল করলেই সোনাগাজীর প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাচ্ছে ফ্রি বঙ্গবন্ধু অক্সিজেন

আলমগীর রিপন, নিজস্ব প্রতিনিধিআলমগীর রিপন, নিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৪৩ অপরাহ্ণ, ২১ আগস্ট ২০২১

একটি অক্সিজেন সিলিন্ডার দিয়ে শুরু। এখন তাদের রয়েছে ৬টি সিলিন্ডার। প্রাথমিকভাবে স্বল্প সংখ্যক মানুষকে সেবা দেয়ার চিন্তায় শুরু করা হয়। রুবেল বগাদানা ইউনিয়নের গুনক নিজ গ্রামে যাতে অক্সিজেনের অভাবে কারো মৃত্যু না হয় সে ভাবনায় এলাকার বড় ভাই বন্ধুর সহযোগিতায় কাজে নামার পর প্রবাসীরা সহায়তার হাত বাড়িয়ে দেন। বিশেষ করে সৌদী প্রবাসী নাছির উদ্দিন, আফ্রিকা প্রবাসী মানিক, টিপু, ওমান প্রবাসী রুবেল, স্থানীয় অ্যাডভোকেট নাছির উদ্দিন বাহার, হোসাইন মোহাম্মদ আলমগীর, আবুল বাশার প্রমুখ।

এরপর ২৫জুলাই আনুষ্ঠানিক যাত্রা শুরু করে বঙ্গবন্ধু অক্সিজেন সেবার নামে তাদের মানবিক সহযোগিতার হাত। কিন্তু এটি শুধু একটি গ্রাম নয় পুরো ইউনিয়ন জুড়ে কার্যক্রম পরিচালনার জন্য হট লাইন চালু করা হয়৷ উপজেলার একমাত্র ব্যক্তিগত অক্সিজেন সেবার উদ্যোগ নেয়ায় ভালোই নজর কাটে। এরই মধ্যে পার্শ্ববর্তী ইউনিয়ন চরমজলিশপুর ও বগাদানা থেকে অনেকেই কল দিতে শুরু করলে সাথে তাদের নিকট হাজির হচ্ছে দায়িত্বশীল ব্যক্তিরা। এবার দুই ইউনিয়নেও তাদের কার্যক্রম বাড়ানো হয়। চালুকরা হয় হট লাইন। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকেও অক্সিজেন সেবা পেতে তাদের কল করলেও পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীকে নিয়ে যাওয়া আর দিতে হয়নি। তবে তাদের চিন্তা এখন পুরো উপজেলায় সেবা দেয়া৷ এতে তাদের প্রয়োজন কিছু সিলিন্ডার যা দিতে ইচ্ছুক একাধিক ব্যক্তিও।

তাদের হটলাইনে তৈরী থাকে নিজস্ব স্বেচ্ছাসেবী, দেয়া হয়েছে নির্দিষ্ট এলাকা। বগাদানা ইউনিয়নের আইড়কামে রূপক রায়, হারুনুর রশিদ, বাদুরিয়ায় তাহসিন আহমেদ রবিন, মান্দারী নুর ইসলাম, কাজির হাট আশ্রাফুল ইসলাম দূর্জয়, গুনকে এরশাদুজ্জামান বিজয়, নুর ইসলাম বাবু, শহিদুল ইসলাম রাজু ও দূর্গাপুরে ওয়ালিউর রহমান মিরাজ কাজ করছে।

এছাড়াও চরমজলিশপুরে ইকবাল হোসেন সেন্টু, এম আজিজ অভি, আফাজ উদ্দিন সৌরভ, আরমান হোসেন রিয়াদ স্বেচ্ছায় কাজ করছেন।

পুরো টিমের তদারকি ও সমন্বয়কের দায়িত্বে রয়েছেন বগাদানা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ ইব্রাহীম রুবেল।

বগাদানা ইউনিয়নের শিং পুকুর পাড় এলাকার ষাটোর্ধ খতিজা বেগম, চরমজলিশপুরের চরগোপাল গাঁও এর আমেনা আক্তার, রাঘবপুর গ্রামের আমেনা আক্তার, মাহবুব হাটের বাড়ীর পার্শ্বে আব্দুল ওহাব, ছয়আনীর কুতুবউদ্দিনের স্ত্রী নারগিস আক্তার, চরদরবেশের করোনা আক্রান্ত কাজী মাসুদের মাতা রেহানা আক্তার ও ভাই শিপন সহ অনেকেই অক্সিজেন সেবা নিয়েছেন।

অক্সিজেন সেবা গ্রহীতার স্বামী কুতুবউদ্দিন জানান, আমার স্ত্রী নারগিসের শ্বাসকষ্ট হচ্ছিল। ঐসময় রুবেলকে কল দিলে তারা দ্রুত অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাজির হয়। এখন আমার স্ত্রী সুস্থ্য আছে।

অক্সিজেন সেবা গ্রহীতার ছেলে মহি উদ্দিন স্বপন জানান, ৩আগষ্ট রাত্রে কল দিলে আমাদের বাড়ীতে এসে তারা আমার মাকে অক্সিজেন লাগিয়ে দেয়। কিছুক্ষণ পরপর অক্সিজেন লাগাতে হয় তাই সিলিন্ডার এখনো আমাদের বাড়ীতে রয়েছে।

অক্সিজেন সেবা গ্রহীতার ভাই কাজী মাসুদ জানান, আমার মা রেহানা আক্তার ও ভাই শিপন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল। শ্বাসকষ্ট বেড়ে গেলে তাদের কল দিলে তারা সিলিন্ডার নিয়ে চলে আসে। এখন আমার মা-ভাই দুজনেই সুস্থ্য আছেন।

ওমান প্রবাসী রুবেল মুঠোফোনে জানান, ইব্রাহিম রুবেল আমার ক্লাসমেট। সব সময় সে মানবতার কাজে নিয়োজিত থাকে। করোনাকালীন সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অক্সিজেন। রুবেলের কার্যক্রম অনলাইনে দেখে আমি নিজেই তাদের কার্যক্রমে অংশগ্রহণ করি।

বগাদানা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফ্রি বঙ্গবন্ধু অক্সিজেন সেবার সমন্বয় মোহাম্মদ ইব্রাহীম রুবেল জানান, আমি সবসময় চেষ্টা করি মানুষের পাশে দাঁড়াতে। তারই প্রেক্ষিতে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অক্সিজেন সেবা দেয়ার বিষয়ে চিন্তা করি। কারণ অন্য সব কিছু নিয়ে কেউ কেউ কাজ করলেও সোনাগাজীতে এটা নিয়ে কারো তেমন উদ্যোগ ছিলো না। তাই প্রাথমিকভাবে একটি সিলিন্ডার দিয়ে কার্যক্রম শুরু করলেও। এখন এটার সংখ্যা দাঁড়ালো (৬)ছয়ে। সহপাঠী, এলাকাবাসী, প্রবাসী ও আমার বন্ধুদের সহযোগীতা পাচ্ছি। আমার একাজে প্রথম থেকে সুপরামর্শ দিয়ে আসছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি ও সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন ভাই। এছাড়াও যারা সহযোগিতা করেছেন অথবা করা আশ্বাস দিয়েছেন তিনি তাদেরকে ধন্যবাদ জানান।

বগাদানা ইউনিয়নের বাসিন্দা ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট নাছির উদ্দিন বাহার জানান, আমাদের বকুলতলায় প্রথমে ফ্রি বঙ্গবন্ধু অক্সিজেন সেবার কার্যক্রম শুরু করলেও প্রয়োজনের তাগিদে এখন পার্শ্ববর্তী ইউনিয়নেও কাজ করছে রুবেলের নেতৃত্বে স্বেচ্ছাসেবক বৃন্দ।

উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন জানান, দেশের করোনাকালীন সময়ে যাতে সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নে অক্সিজেন সংকটে যাতে কারো মৃত্যু না ঘটে সেজন্য বগাদানা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ ইব্রাহীম রুবেলের তত্ত্বাবধানে সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে (স্বেচ্ছাসেবক) কাজ করছে। যার নাম দেয়া হয়েছে ফ্রি বঙ্গবন্ধু অক্সিজেন সেবা। কিছুদিন পূর্বে আমি এইঅক্সিজেন সেবার উদ্বোধন করি। ইতিমধ্যে তারা বগাদানা ইউনিয়নের পাশাপাশি চরমজলিশপুর ও চরদরবেশ ইউনিয়নের রোগীদেরও সেবা দিয়েছে।
সম্পাদনা:আরএইচ/এইচআর

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.