নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে জরায়ু মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ বিষয়ক অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ফেনী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ হাসান শাহ্রিয়ার কবীর।
সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুদ্দিন মাহামুদ চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পাবলিক হেলথ্ নার্স দিপালী রানী চক্রবর্তীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বক্তব্য রাখেন। ক্তারা বলেন, বাংলাদেশে প্রতি বছর ১৪,৮৩৬ জন মহিলা নতুন ভাবে স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন এবং ৭,১৪২ জন মৃত্যু বরণ করছেন।
উল্লেখ, নারীদের বয়স ৩০ এর বেশী হলে ৩ বছর পরপর বিনামূল্যে জরায়ু মুখ পরীক্ষা (ভায়া) জেলা সদর হাসপাতাল, ছাগলনাইয়া উপজেলা, সোনাগাজী উপজেলা ও দাগনভূঞা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে করা হচ্ছে।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে জরায়ু মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ বিষয়ক সভা







