ফেনীতে ‘ফুড সাপ্লিমেন্ট’ বিক্রিতে নিষেধাজ্ঞা • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে ‘ফুড সাপ্লিমেন্ট’ বিক্রিতে নিষেধাজ্ঞা • নতুন ফেনী
 ফেনী |
২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে ‘ফুড সাপ্লিমেন্ট’ বিক্রিতে নিষেধাজ্ঞা

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৩৫ অপরাহ্ণ, ০১ ফেব্রুয়ারি ২০১৭

নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে খাদ্যের সম্পূরক হিসেবে ব্যবহৃত এই ভিটামিন ও খনিজ পণ্য ‘ফুড সাপ্লিমেন্ট’ বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছেন প্রশাসন। শহরে একাধিকবার অভিযান চালানোর পরও বিক্রি বন্ধ হয়নি এসব অনুনমোধিক পণ্য বিক্রি বন্ধ না হওয়ায় জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছেন। এদিকে ব্যবসায়ীরা এসব ‘ফুড সাপ্লিমেন্ট’র বিক্রির জন্য ডাক্তারদের দায়ী করছেন। সম্প্রতি ফুড সাপ্লিমেন্ট বিক্রয় বন্ধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে ওষুধ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন ফেনীর ড্রাগ সুপার সালমা সিদ্দিকা।
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানিয়েছে, অত্যাধুনিক মোড়কে প্লাস্টিক বোতলভর্তি বিদেশী ফুড সাপ্লিমেন্ট আসছে বৈধ ও অবৈধ পথে। এসব ভিটামিনের কোন প্রয়োজন না হলেও ব্যবহারের পরামর্শ দেন ‘বিশেষজ্ঞ’ ডাক্তাররা। ওষুধ বিক্রেতারা জানান, বেশিরভাগ রোগীদের ব্যবস্থাপত্রেই একাধিক ফুড সাপ্লিমেন্টের নাম লেখা থাকে। এ অবস্থায় উচ্চমূল্য দিয়ে রোগীরা এগুলো কিনতে বাধ্য হচ্ছেন। কোন কোন ক্ষেত্রে ভেজাল ও মানহীন পণ্যের কারণে স্বাস্থ্যহানিও ঘটছে।
শহরের পোষ্ট অফিস রোডের মিলন ফার্মেসীতে এক রুগীকে ক্যালসিয়ামের জন্য ব্যবস্থাপত্রে ৪শ’ ৮০ টাকা মূল্যের চায়না ফুড সাপ্লিমেন্ট লিখেন ডা: আরপি সাহা। অথচ বাংলাদেশী ব্র্যান্ডের একই ক্যালসিয়াম বিক্রি হচ্ছে ৭৫ টাকা। মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার বিষয়ক এক সভায় ফেনী জেলা ড্রাগিস্ট এন্ড কেমিস্ট সমিতির সভাপতি ও রাজ্জাক মেডিকেল হলের স্বত্ত্বাধিকারী নাছির উদ্দিন মিলন ওই ব্যবস্থাপত্রটি তুলে ধরেন। সভায় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্প্রতি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভেজাল বিরোধী সভায় জেলা প্রশাসক মো: আমিন উল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনুমোদনহীন কোন প্রকার ঔষধ বিক্রয় করা যাবে না মর্মে সিদ্ধান্ত— হয়। এছাড়া ওই সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে ‘ফুড সাপ্লিমেন্ট ও অবৈধ আমদানীকৃত কোন ঔষধ বিক্রয় করা যাবে না। নকল, ভেজাল, অবৈধ ও সরকারি ঔষধ কোন অবস্থাতে দোকানে রাখা যাবে না। অনুমোদনহীন ঔষধ লিখিত ব্যবস্থাপত্র সংরক্ষণ করে সমিতির মাধ্যমে জেলা প্রশাসক কার্যালয়ে জমা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। কোন প্রকার অপরাধের জন্য জরিমানা ও সাজার দায়-দায়িত্ব সমিতি গ্রহণ করবে না।’
ফেনী জেলা ড্রাগ সুপার সালমা সিদ্দিকা বলেন, অনুমোদনহীন ও অবৈধ ফুড সাপ্লি­মেন্ট বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদনা: আরএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.