বিশেষ প্রতিনিধি >>
ফেনীতে বিরল রোগে আক্রান্ত ১৪ বছরের কিশোর মো. শাহাদাত হোসেনের মেডিকেল টেস্ট সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে আধুনিক ফেনী সদর হাসপাতালে সব ধরণের টেস্ট সম্পন্ন করেন কর্তব্যরত চিকিৎসকরা। আগামী ২৩ আগষ্ট মেডিকেল রিপোর্ট পর্যালোচনা শেষে তাকে কোথায় চিকিৎসা দেয়া হবে তা জানানো হবে।
আধুনিক ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও বোর্ড সদস্য ডা. অসীম কুমার সাহা নতুন ফেনী’কে বলেন, শাহাদাতের বেশকিছু মেডিকেল টেস্ট করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে বোর্ডের সিদ্ধানের আলোকে তার চিকিৎসা চলবে।
এর আগে ১৬ আগষ্ট বুধবার শাহাদাতের চিৎিসার জন্য সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবীরের নেতৃত্বে আধুনিক ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অসীম কুমার সাহা, সিনিয়র কনসালটেন্ট (চর্ম) ডা. আবদুল মান্নান সিদ্দিকী, সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. শহিদুল্লাহ দিদার, চক্ষু বিশেষজ্ঞ ডা. ব্রজ গোপাল পাল, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার চর্মরোগ বিশেষজ্ঞ ডা. সাইফুর রহমান ভূঞা ও সার্জারী বিশেষজ্ঞ ডা. হারুন অর রশিদকে সদস্য করে একটি বোর্ড গঠন করা হয়েছে।
উল্লেখ্য, ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের চরকালিদাস গ্রামের খুরশিদ আলম আইয়ুব ও জাহেদা বেগমের ছেলে মো. শাহাদাত হোসেনে শরীরে পরিবর্তন (ফাটল) দেখা দেয়। সে সময় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দেড় মাস চিকিৎসা নিয়ে অর্থনৈতিক সংকটে বাড়ী ফিরে আসে। পরবর্তীতে স্থানীয় চিকিৎসক ও কবিরাজ দিয়ে চিকিৎসা করিয়েও কোন পরিবর্তন হয়নি তার শরীরে।
গত ১৪ আগষ্ট অনলাইন নিউজলপার্টাল নতুন ফেনী’তে ‘বিরল রোগে আক্রান্ত শাহাদাত’ শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি জেলা প্রশাসাক মনোজকুমার রায় ও সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবীরের দৃষ্টিগোচর হলে শাহাদাতের আশ্বাস দিয়ে চিকিৎসা কার্যক্রম শুরু করেন।
সম্পাদনা: আরএইচ/এসএইচটি








