প্রসূতি সেবায় দেশসেরা ফেনী সদর হাসপাতাল • নতুন ফেনীনতুন ফেনী প্রসূতি সেবায় দেশসেরা ফেনী সদর হাসপাতাল • নতুন ফেনী
 ফেনী |
১৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রসূতি সেবায় দেশসেরা ফেনী সদর হাসপাতাল

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:২৮ অপরাহ্ণ, ২৩ অক্টোবর ২০১৮

প্রসূতি সেবায় দেশ সেরা পুরস্কার পেয়েছে ফেনী আধুনিক সদর হাসপাতাল। মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে হাসপাতাল ত্বত্ত্বাবধায়ক ডা. হাসান শাহরিয়ার কবির’র হাতে এ পুরস্কার তুলে দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

প্রসূতি সেবায় ২৫০ শর্যা বিশিষ্ট ফেনী আধুনিক সদর হাসপাতাল চিকিৎসকরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। প্রসূতিদের হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সেবা প্রদানে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়।

পুরস্কার পাওয়ার পর অনভূতি ব্যক্ত করে ডা. হাসান শাহরিয়ার কবির মুঠোফোনে বলেন, প্রসূতি সেবায় এ পুরস্কার আমাদের আরও উৎসাহিত করবে। আরও ভালো সেবা দেওয়ার দায়িত্ব বাড়িয়ে দিলো। এ অর্জন আমরা ধরে রাখতে চাই। আগামী দিনে স্বাস্থ্যসেবায় আমরা ব্যাতিক্রমও নতুন নতুন উদ্যোগে অনুপ্রাণিত হব।
সম্পাদনা: আরএইচ/ এনজেটি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.