ফেনী ডায়াবেটিস হাসপাতালে স্থাপন করা হয়েছে ৫ শয্যার ইনসেনটিভ কেয়ার ইউনিট (আইসিইউ)। মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার ও ফেনী ইউনিভার্সিটির টাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ডায়াবেটিক সমিতির সভাপতি অ্যাডভোকেট আকরামুজজামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
সমিতির সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা জানান, চট্টগ্রাম ও কক্সবাজারের পর বিভাগে ফেনীতে এই প্রথম আইসিইউ স্থাপন করা হয়েছে। সালেহ উদ্দিন চৌধুরী ও হোসনে আরা চৌধুরী ফাউন্ডেশনের অর্থায়নে তিন কোটি টাকা ব্যয়ে ডায়াবেটিস হাসপাতালের ৬ষ্ঠ তলায় এটি স্থাপন করেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। এর ফলে ফেনীর স্বাস্থ্য সেবায় নতুন মাত্রা যোগ হলো। এ সেবা স্থাপন করায় প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাছিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেলসহ জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা ও মান্যগন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ডায়াবেটিক সমিতির অ্যাডভোকেট আকরামুজজামান ফেনীতে সর্বপ্রথম ডায়াবেটিস হাসপাতালে এ সেবা চালু করায় আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিমের প্রতি কৃতজ্ঞতা জানান।
সম্পাদনা: এনকে/আরএইচ







