ফেনীতে করোনার ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (০৮ এপ্রিল ) সকাল ৯টায় ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে স্থাপিত বুথে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফেনীতে উনিশটি বুথে করোনাভাইরাসের টিকাদানের দ্বিতীয় ডোজ প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে। ৭ ফেব্রুয়ারি টিকাদান কার্যক্রমের প্রথমদিন যারা টিকা গ্রহণ করেছেন তাদেরকেই এসএমএসের মাধ্যমে দ্বিতীয় পেজের টিকা গ্রহণের জন্য আজ (০৮ এপ্রিল) আমন্ত্রণ জানানো হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে। এজন্য জেলা জুড়ে ১৯টি বুথ স্থাপন করা হয়েছে। ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে আটটি, পাঁচটি উপজেলায় দুইটি করে ১০টি ও ফেনী পুলিশ লাইনে একটিসহ মোট ১৯টি বুথে করোনা টিকা দেওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে।

জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন এসএস সোহেল রানা জানান, জেলায় ৫০ হাজার ৩১৬ ব্যক্তি করোনা ভ্যাকসিন গ্রহন করেছে। যারা প্রথম ডোজের টিকা নিয়েছেন শুধুমাত্র তারাই দ্বিতীয় ডোজ টিকা গ্রহনের এসএমএস পাবেন।







