ফেনী জেলায় ২৫ হাজার ৯৯৯ জনের নমুনা পরীক্ষায় ৫ হাজার ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় ২০২০ সালের ১০ মে ফেনীর ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়নে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।
এদিকে গত ২৪ ঘন্টায় ২৫১ জনের নমুনা পরীক্ষায় জেলায় নতুন করে ১০৯ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্তদের মাঝে ফেনী সদর উপজেলায় ৬৮, দাগনভূঞায় ২, সোনাগাজী ২, ছাগলনাইয়ায় ২১, পরশুরাম ৮ ও ফুলগাজীতে ৮ জন রয়েছে। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে জেলায় গত ২৪ ঘন্টায় ৩ জন মারা গেছে বলে জানানো হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৮ জুলাই) পর্যন্ত নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের ল্যাব থেকে ২৫ হাজার ৯৯৯ জনের ফল পাওয়া গেছে। এদের মধ্যে ৫ হাজার ১১৮ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। জেলায় আক্রান্তদের মধ্যে ফেনীর সাবেক সিভিল সার্জন সাজ্জাদ হোসেনসহ ৮০ জন মারা গেছেন। মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৪০ জন।
বর্তমানে আক্রান্ত ব্যক্তিদের মাঝে ৭৩ জন হাসপাতালে ও হোম আইসোলেশনে থেকে ৮২৪ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।
জেলা সিভিল সার্জন রফিক-উস-ছালেহীন বলেন, ফেনীতে গত সপ্তাহের প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যু হারে নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। এছাড়াও শহর-নগরের অসংখ্য মানুষ করোনা উপসর্গে ভোগছেন। করোনা থেকে বাঁচতে সর্বোচ্চ সতর্ক থেকে সকলকে সরকারী নির্দেশনা ও লকডাউন মেনে চলার আহবান জানান তিনি।







