ফেনীতে হাসপাতালে রিফিল করা হলো ৬ হাজার লিটারের লিকুইড অক্সিজেন প্লান্ট • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে হাসপাতালে রিফিল করা হলো ৬ হাজার লিটারের লিকুইড অক্সিজেন প্লান্ট • নতুন ফেনী
 ফেনী |
১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে হাসপাতালে রিফিল করা হলো ৬ হাজার লিটারের লিকুইড অক্সিজেন প্লান্ট

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ১০:১৭ অপরাহ্ণ, ২৮ জুলাই ২০২১

ফেনী জেনারেল হাসপাতালে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে লিকুইড অক্সিজেন প্লান্ট। বুধবার (২৮ জুলাই) রাত ৯টার দিকে এসপেক্টা অক্সিজেন লিমিটেডের একটি ট্যাংকার থেকে হাসপাতাল কম্পাউন্ডে স্থাপিত প্লান্টে অক্সিজেন রিফিল করে।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইকবাল হোসেন ভূঞা জানান, ফেনীর এ হাসপাতালে দিন দিন করোনা ও উপসর্গে আক্রান্ত রোগীর চাপ বাড়তে থাকায় ৬ হাজার লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন লিকুইড অক্সিজেন ট্যাংক স্থাপন করা হয়েছে। বিশ্বব্যাংকের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করে ইউনিসেফ। চলতি মাসের শুরুর দিকে ফেনী জেনারেল হাসপাতাল কম্পাউন্ডের পশ্চিম-দক্ষিণ কোণে স্থাপিত বৃহদায়কার ট্যাংককে বুধবার রাতে লিকুইড অক্সিজেন রিফিল করা হয়েছে। এখন ইউনিসেফের লোকজন এটি পরীক্ষামূলকভাবে কয়েকদিন চালু রাখবে। এটি নিয়মিত হলে হাসপাতালের ২৫০ শয্যায় নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ করা যাবে। অক্সিজেন সংকটে অন্তত কোন রোগী ঢাকায় অথবা চট্টগ্রামে যেতে হবেনা।

হাসপাতালটির তত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজী জানান, প্রতিদিনই ফেনী জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে রোগীর সংখ্যা বাড়ছে। এমতাবস্থায় হাসপাতালটির সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম ও সিলিন্ডার দিয়ে রোগীর অক্সিজেনের চাহিদা পূরণ করা দুরূহ হয়ে পড়েছে। বড় বিপর্যয়ের আগেই লিকুইট অক্সিজেন প্লান্টে রিফিল করে পরীক্ষামূলক ভাবে এটি চালু করতে পারায় তিনি স্বস্থি প্রকাশ করেন।

তিনি জানান, করোনা ইউনিটে ভর্তিকৃত প্রায় সব রোগীর জন্যই অক্সিজেন সাপোর্ট প্রয়োজন হচ্ছে। এমতাবস্থায় এটি করোনা ইউনিটের জন্য প্রধান নিয়ামকের ভূমিকায় রয়েছে। প্লান্টটি নিয়মিত হলে হাসপাতালটিতে অক্সিজেনের জন্য আর কোন টেনশন করতে হবেনা।

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.