ফেনীতে স্কুল ভিত্তিক ফ্রি ডেন্টাল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্য চিকিৎসা সেবা দিবে ইসলাম ডেন্টাল কেয়ার। বুধবার বিকেলে শহরের পুরাতন রেজিস্ট্রি অফিস রোডস্থ ইসলাম ডেন্টাল কেয়ারে এক যুগ পূর্তি উপলক্ষে মিট দ্যা প্রেসে এমন তথ্য জানান প্রতিষ্ঠানের স্বত্তাধীকারী ও ফেনী জেলা ডেন্টাল সোসাইটির যুগ্ন- সম্পাদক ডা. আমিনুল ইসলাম রাসেল।
আমিনুল ইসলাম রাসেল বলেন, ফেনী শহরে দীর্ঘ ১২ বছর ধরে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে জনগণের সেবায় নিবেদিত আছে ইসলাম ডেন্টাল কেয়ার। ২০০৯ সালে ৬ নভেম্বর আমার ইসলাম ডেন্টাল কেয়ার প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এই প্রতিষ্ঠানে চিকিৎসার পাশাপাশি ফেনীতে বেশ কিছু মানবসেবামূলক কাজ করে আসছি। সেবাগ্রহীতারা যাতে প্রতারণার শিকার না হয়ে সঠিক চিকিৎসা পায় সেই লক্ষে ফেনীতে জাতীয় মানের সেবা নিশ্চিত করার লক্ষে কাজ করছে। ইসলাম ডেন্টাল কেয়ারে অত্যাধুনিক এন্ড্রো মটর মেশিন, লেজার লাইট কিউর মেশিন, আরবেশি কম্পিউটারের সেন্সর মেশিন ও পোর্টেবল ডেন্টাল এক্সরে মেশিনের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়। তিনি আরও বলেন, ইসলাম ডেন্টাল কেয়ার এক যুগপূর্তি উপলক্ষে আগামীতে বেশকিছু মানববিক ও সেবামূলক কাজ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। ইসলাম ডেন্টাল কেয়ার এক যুগ পূর্তিতে অসহায় ও গরীব রোগীদের জন্য বিশেষ ছাড়ের পাশাপাশি ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ডে স্কুল ভিত্তিক ফ্রি ডেন্টাল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্য চিকিৎসা দেওয়া হবে। একই সাথে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের দন্ত বিষয়ক সচেতনতা মূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। স্কুল ভিত্তিক ফ্রি ডেন্টাল ক্যাম্প বাস্তবায়নে ইসলাম ডেন্টাল কেয়ারের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করেন ডা. আমিনুল ইসলাম রাসেল। সংবাদ সম্মেলনে আলমগীর সুমন, রায়হান আশরাফসহ জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।







