প্রান্তিক জনপদের মানুষকে বিনামূল্যের চিকিৎসা দিতে ফেনী সদর উপজেলার ফাজিলপুর গ্রামে এসেছেন দেশ বরেণ্য অর্থোপেডিক বিশেষজ্ঞ অধ্যাপক এমএ সামাদসহ ১৯ চিকিৎসকের একটি দল। বৃহস্পতিবার স্থানীয় আবুল বাশার এতিমখানার উদ্বোধন উপলক্ষে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে নুরুন নাহার-মণি দাতব্য ও চক্ষু হাসপাতাল। পূর্ব থেকে প্রচারণা থাকায় ফেনী ও আশপাশের এলাকার রোগীরা সকাল থেকে বিকাল পর্যন্ত বিশেষজ্ঞা চিকিৎসকদের ব্যবস্থাপত্র অনুযায়ী আয়োজকদের পক্ষ থেকে বিনামূল্যে ঔষধ পেয়েছেন।

ক্যাম্পের আয়োজক ও রাজধানীর শমরিতা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এবিএম হারুন জানান, ১০ ডিসেম্বর থেকে রোগীরা নির্ধারিত নাম্বারে কল দিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে সিরিয়াল দিয়েছেন। সে আলোকে সকালে রাজধানী থেকে ফেনীতে এসে অর্থোপেডিক বিশেষজ্ঞ অধ্যাপক এমএ সামাদ, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক বিগ্রেডিয়ার জেনারেল আবদুর রহমান সিদ্দিক, জেনারেল ও ল্যাপারোস্কপিক সার্জন অধ্যাপক পিকে সাহা, অধ্যাপক রিয়াজ আহমেদ চৌধুরী পারভেজসহ হৃদরোগ, কিডনি, মেডিসিন বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা ব্যাবস্থাপত্র দেন। ক্যাম্পের পক্ষ থেকে বিনামূল্যে ঔষধ দেয়ার ব্যবস্থাও করা হয়েছে। দিনভর অন্তত সহ¯্রাধিক মানুষ বিনামূল্যের চিকিৎসা নিয়েছে।
ফেনী সদর উপজেলার ধৌনসাহাদ্দা এলাকা থেকে ক্যাম্পে চিকিৎসা নিতে আসা মাস্টার এনায়েত উল্লাহ জানান, বিগত কয়েক বছর যাবত তিনি ঢাকায় গিয়ে অর্থোপেডিক বিশেষজ্ঞ এমএ সামাদের থেকে পরামর্শ নিতেন। কিন্তুু আজ তিনি পাশের ইউনিয়নে আসবেন জেনে সিরায়ালটা নিয়ে এখানে চলে এসেছি। এখানে আরো অনেক অধ্যাপক মানুষকে চিকিৎসা দিচ্ছেন। এতে গ্রামের মানুষ উপকৃত হচ্ছে।
স্থানীয় গণমাধ্যম কর্মী মোহাম্মদ আবু তাহের ভূঞা জানান, জানবক্স ভূঞা বাড়ির সামনে বরেণ্য চিকিৎসক ডাক্তার এবিএম হারুন নিজস্ব অর্থায়নে নুরুন নাহার-মণি দাতব্য ও চক্ষু হাসপাতাল স্থাপন করে মানুষের জন্য কাজ করে যাচেছন। এ চক্ষু হাসপাতাল থেকেও আশপাশের মানুষ নিয়মিত বিনামূল্যে চিকিৎসা ও অপারেশন সুবিধা নিয়ে থাকেন।







