ছাগলনাইয়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে পৌর শহরের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশ’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভেটেরিনারি সার্জন) ডা: মো: হারুন অর রশিদ।
প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার জাহিদ হোসেন জনি’র পরিচালনায় অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন, পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি এম মোস্তফা, থানার পুলিশ পরিদর্শক (ওসি) সুদ্বীপ রায়, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব ও উপজেলা ডেইরি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুদ্দোজা ভূইয়া তারেক, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল বাকী চৌধুরী শিমুল প্রমুখ।
উপজেলা প্রাণিসম্পদ বিষয়ক কর্মকর্তা ডা: রফিকুল ইসলাম’র সার্বিক তত্বাবধানে প্রদর্শনীতে উন্নত জাতের ষাঁড়, গরু, ছাগল-ভেড়া, ময়ু্ঁর, কবুতর, হাঁস-মুরগি, বিদেশী কুকুর, বড় দুধের গাভীসহ গৃহপালিত বিভিন্ন ধরনের প্রাণির স্টল রয়েছে। একই দিন বিকেলে প্রদর্শণির সমাপনি অনুষ্ঠান ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ