ছাগলনাইয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন • নতুন ফেনীনতুন ফেনী ছাগলনাইয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন • নতুন ফেনী
 ফেনী |
২১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ছাগলনাইয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৫০ অপরাহ্ণ, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

ছাগলনাইয়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে পৌর শহরের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশ’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভেটেরিনারি সার্জন) ডা: মো: হারুন অর রশিদ।

প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার জাহিদ হোসেন জনি’র পরিচালনায় অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন, পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি এম মোস্তফা, থানার পুলিশ পরিদর্শক (ওসি) সুদ্বীপ রায়, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব ও উপজেলা ডেইরি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুদ্দোজা ভূইয়া তারেক, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল বাকী চৌধুরী শিমুল প্রমুখ।

উপজেলা প্রাণিসম্পদ বিষয়ক কর্মকর্তা ডা: রফিকুল ইসলাম’র সার্বিক তত্বাবধানে প্রদর্শনীতে উন্নত জাতের ষাঁড়, গরু, ছাগল-ভেড়া, ময়ু্ঁর, কবুতর, হাঁস-মুরগি, বিদেশী কুকুর, বড় দুধের গাভীসহ গৃহপালিত বিভিন্ন ধরনের প্রাণির স্টল রয়েছে। একই দিন বিকেলে প্রদর্শণির সমাপনি অনুষ্ঠান ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।

সম্পাদনা: আরএইচ/এমকেএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.