ছাগলনাইয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের সাথে বৈষম্য বিরোধী ছাত্রদের মতবিনিময় করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে হাসপাতালের সভাকক্ষে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোয়েব ইমতিয়াজ নিলয়, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাকিফ মোহাম্মদ সাব্বির ও ডাঃ তানজীর ফাহাদ। বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন, এমদাদুল হক, মেহেরাজ শোভন, ফাহিম, সালমান, রিয়াজ, ইফতেখার শেখ, আইমন উদ্দিন, তানভীর হোসাইন, মিজাজ হোসাইন, মুনতাসির কাইফ, মোঃ তুহিন, সাহেদ প্রমুখ।
মতবিনিময় সভার পূর্বে ছাত্ররা হাসপাতাল পরিদর্শন করেন এবং রোগী ও স্বজনদের সাথে কথা বলেন। টয়লেট, রান্না ঘর, নামাজ ঘর পরিদর্শন করেন। হাসপাতালের অব্যবস্থাপনার কথা ছাত্ররা কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন। স্বাস্থ্য সেবার মান ও পরিবেশ উন্নয়নে সরকার ও স্থানীয়দের করনীয় বিষয়ে পারিস্পরিক একটি সুন্দর আলোচনা করা হয়।
সম্পাদনাঃ আরএইচ