নিজস্ব প্রতিনিধি >>
ফেনীতে এবার তথ্য প্রযুক্তির ছোঁয়া লাগছে রেকর্ড রুমে। রবিবার সকালে ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ ও রেকর্ড প্রণয়ন প্রকল্পের ডাটা এন্ট্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আমিন উল আহসান।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (রেকর্ড রুম) হিসাবে সবুজ মাহমুদ’র তত্ত্ববধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জালাল সাইফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবময় দেওয়ানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলা রেকর্ড রুমে সংরক্ষিত ২ লাখ ৫৪ হাজার ১শ’ খতিয়ানকে কম্পিউটারাইজেশনের লক্ষ্যে আউটসোর্সিংয়ের ভিত্তিতে ২০জনকে নিয়োগ দেয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে কাজটি শেষ হবে বলে সংশ্লিষ্টরা জানান।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে ডিজিটাল হচ্ছে রেকর্ড রুম
