বিনামূল্যে আইটি প্রশিক্ষণ দিচ্ছে জিএসটেক • নতুন ফেনীনতুন ফেনী বিনামূল্যে আইটি প্রশিক্ষণ দিচ্ছে জিএসটেক • নতুন ফেনী
 ফেনী |
১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিনামূল্যে আইটি প্রশিক্ষণ দিচ্ছে জিএসটেক

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৩০ অপরাহ্ণ, ০৩ আগস্ট ২০২০

ফেনীতে বিনামূল্যে আইটি প্রশিক্ষণ দিচ্ছে জিএস টেকনোলজি লিমিটেড। জনপ্রশাসন মন্ত্রনালয়ের অর্থায়নে এবং জেলা প্রশাসকের সার্বিক সহযোগীতায় শতভাগ স্কলারশিপের মাধ্যমে ৩০ জনকে প্রশিক্ষণ দিবে প্রতিষ্ঠানটি।

 

এ ব্যাপারে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মো. মেহেরাব হোসেন মেহেদী বলেন, বর্তমানে ডিজিটালাইজেশনের প্রভাবে আইটিতে দক্ষ লোকের চাহিদা বেড়েছে। আইটি ও ডিজাইনে পারদর্শিতা থাকলে প্রযুক্তি দুনিয়ার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে যেকোনো ক্ষেত্রেই নিজের জন্য সুযোগ সৃষ্টি করতে পারবেন।

 

তিনি বলেন, যারা ইতিমধ্যেই কর্মরত তাদের জন্য ক্যারিয়ারে আরও এগিয়ে যেতে কোর্সটি সহায়তা করবে। পাশাপাশি যদি নিজেই উদ্যোক্তা হতে চান অথবা হতে চান ফ্রিল্যান্সার, সে ক্ষেত্রেও এই কোর্সগুলো আপনাকে সঠিক পথে এগিয়ে রাখবে। বিনামূল্যে কোর্স করতে রেজিস্ট্রেশন করতে পারেন।

 

উল্লেখ্য, গত প্রায় ৫ বছর ধরে জিএস টেকনোলজি ফেনীতে তথ্যপ্রযুক্তিগত প্রশিক্ষণ ও সেবা দিয়ে আসছে। করোনা পরিস্থিতিতে প্রতিষ্ঠানটি দক্ষতা অর্জনে নানা উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

বিনামূল্যে কোর্স করতে রেজিস্ট্রেশন করতে পারেন।
রেজিস্ট্রেশন লিংকঃ https://forms.gle/K5XXaMQNy5h4pPZ77

📲মোবাইলঃ +88 01975 309002-9
☎️হট-লাইন- +88 09613 829000
👍ফেইসবুক: GS Institute of It
📧ইমেইলঃ info@gsiit.com.bd
🌐ওয়েবঃ www.gsiit.com.bd

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.