নতুন ফেনী ডেস্ক>>
ডিজিটাল বাংলাদেশ গঠনে বিশেষ অবদনের জন্য ২০১৫ সালে ই-গর্ভনেন্স পুরস্কার পাওয়ায় ফেনী জেলা প্রশাসক মো: হুমায়ুন কবির খোন্দকারকে নতুন ফেনী পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন ফেনী সম্পাদক রাশেদুল হাসান নেতৃত্বে তাঁর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে অভিনন্দন জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী সম্পাদক নুর উল্যাহ কায়সার, বিশেষ প্রতিনিধি সাইদুল ইসলাম সনেট, নিজস্ব প্রতিনিধি মাঈন উদ্দিন পাটোয়ারী ও শহর প্রতিনিধি আলা উদ্দিন।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ডিজিটাল ওয়ার্ল্ড মেলায় তাঁর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন আয়োজকরা। এর আগে ই-গর্ভনেন্স সেবায় চট্টগ্রাম বিভাগের মধ্যে প্রথম হন ফেনী জেলা প্রশাসক।
সম্পাদনা: আরএইচ/এনকে/এমইউপি
জেলা প্রশাসককে নতুন ফেনী পরিবারের ফুলেল শুভেচ্ছা







