ব্যবসায়ীদের ঋণ দেবে ফেসবুক • নতুন ফেনীনতুন ফেনী ব্যবসায়ীদের ঋণ দেবে ফেসবুক • নতুন ফেনী
 ফেনী |
১০ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ব্যবসায়ীদের ঋণ দেবে ফেসবুক

তথ্য প্রযুক্তি ডেস্কতথ্য প্রযুক্তি ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৫৫ পূর্বাহ্ণ, ২৩ আগস্ট ২০২১

ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে ফেসবুক। ভারতে প্রথমবারের মতোএমন উদ্যোগ নিয়েছে এই সোশ্যাল মিডিয়া জায়ান্ট। ফেসবুকে যেসব প্রতিষ্ঠান বা ব্যবযায়ী নিয়মিত বিজ্ঞাপন দেয়, সেসব ব্যবসায়ী ও কোম্পানিকে ঋণ দেওয়া হবে।

ফেসবুকের পক্ষ জানানো হয়েছে, ৫ লাখ টাকা থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। এর জন্য ১৭-২০ শতাংশ হারে সুদ দিতে হবে। তবে কোনও জামানত ছাড়াই মিলবে এই মোটা অঙ্কের ঋণ।
গেল সপ্তাহে প্রথম ভারতের ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টরে বিনিয়োগ করেছে অ্যামাজন। ইতোমধ্যে দেশটিতে ডিজিটাল পেমেন্ট সার্ভিসও শুরু করে দিয়েছে ফেসবুকের আরেক প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ।

ফেসবুকের ভারতীয় কর্মকর্তা অজিত মোহন দাবি করছেন, ডিজিটাল ট্রান্সফর্মেশনের খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছি আমরা। ফেসবুক বিশ্বাস করে, ছোট ব্যবসায়ীদের ঋণ দিলে তাদের ব্যবসা দ্রুত সাফল্যের মুখ দেখতে পারবে। ইতোমধ্যে ভারতের ২০০টি শহরে এই কর্মসূচির জন্য নাম নিবন্ধন শুরু করেছে ফেসবুক।
সম্পাদনা:আরএইচ/এইচআর

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.