ছাগলনাইয়ায় কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে বোরো (হাইব্রিড) সমলয় চাষাবাদ প্রণোদনা কর্মসূচির আওতায় বাস্তবায়িত ৫০ একর ব্লক প্রদর্শনীর ধান কর্তন উদ্বোধন ও কৃষক সমাবেশ করা হয়েছে।
সোমবার (১৩ মে) সকালে পৌর শহরের পশ্চিম ছাগলনাইয়া মিয়াজী বাড়ি সংলগ্ন স্থানে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক কৃষিবিদ মোঃ একরাম উদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমল’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাফকাত রিয়াদ ফাহিম।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন, পশ্চিম ছাগলনাইয়ার স্কিম ম্যানেজার জয়নাল আবেদীন, ব্যবসায়ী ও সমাজসেবক জাহেদ হোসেন, সাংবাদিক নজরুল ইসলাম, আব্দুল হালিম, কৃষক আব্দুল মোতালেব, মানছুর আলম, আমিনুল ইসলাম, নুর নবী, মাহবুবুর রহমান মাবুসহ স্থানীয় কৃষকরা।
সম্পাদনাঃ আরএইচ