ছাগলনাইয়ায় ২৫ জন শিক্ষার্থীর ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার’র সভাপতিত্বে এবং জেলা আইটি কর্মকর্তা রাশেদুল আলম’র পরিচালনায় অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমল, পৌর মেয়র এম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, থানার পুলিশ পরিদর্শক (ওসি) হাসান ইমাম, জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুকসহ শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেন, বেকারত্ব দূর করতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর মাধ্যমে দেশের অনেক বেকার যুবকের কর্মসংস্থান হচ্ছে। ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হচ্ছে অনেক বেকার যুবক। তারা দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শুধু চাকরির আশায় বসে থাকলে হবে না, প্রশিক্ষণ নিয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে।
সম্পাদনাঃ আরএইচ