নতুন ফেনী ডেস্ক>>
ইউনিয়ন পর্যায়ে তৃণমূল মানুষের দোরগোড়ায় ক্যুরিয়ার ও পার্সেল সেবা পৌঁছে দিতে সুন্দরবন কুরিয়ারের সহযোগী প্রতিষ্ঠান সুন্দরবন ডিজিটাল এক্সপ্রেসের সঙ্গে এটুআই-এর চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার সুন্দরবন কুরিয়ারের করপোরেট অফিসে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
প্রাথমিকভাবে ৩৩টি ডিজিটাল সেন্টারের মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের পাঁচ হাজারের বেশি ডিজিটাল সেন্টারে এ সেবা সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে।
এর আগে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সহযোগী প্রতিষ্ঠান সুন্দরবন ডিজিটাল এক্সপ্রেস, স্থানীয় সরকার বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জান মুক্তা, স্থানীয় উন্নয়ন বিশেষজ্ঞ সূপর্ণা রায়, জুনিয়র কন্সালট্যান্ট জোবায়ের আলম, শান্তা-মারিয়াম ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আহসানুল কবির দুলাল, বাংলাদেশ কুরিয়ার সার্ভিসেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান পুলক, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক শেখ তানভীর আহমেদ রনি এবং সুন্দরবন ডিজিটাল এক্সপ্রেসের প্রধান নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমান।
সম্পাদনা: আরএইচ







