ছাগলনাইয়া প্রতিনিধি>>
ছাগলনাইয়ায় প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক’র চট্টগ্রাম বিভাগের নির্বাহী পরিচালক মো: মিজানুর রহমান জোদ্দার।
সোনালী ব্যাংক’র ফেনী প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার স্বপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক’র কুমিল্লা জেনারেল ম্যানেজার’স অফিসের জেনারেল ম্যানেজার মো: আবদুল মতিন, জনতা ব্যাংক’র কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো: তাজুল ইসলাম, কৃষি ব্যাংক’র কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো: শাহাজাহান, ইসলামী ব্যাংক বাংলাদেশ’র নোয়াখালী জোন’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ উল্যাহ, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী শহিদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ
ছাগলনাইয়ায় প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ








