নিজস্ব প্রতিনিধি>>
ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচনের সব ক’টি পদে একক প্রার্থী মানোনয়নপত্র জমা দেয়ায় বিনাপ্রতিদ্বন্ধিতায় জয়ের পথে প্রার্থীরা। সোমবার নির্বাচন উপ-কমিটির চেয়ারম্যান এডভোকেট মৌলভী খায়ের আহম্মদের কাছে সভাপতি-সাধারণ সম্পাদকসহ সমিতির সব কটি পদে একক প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
২০ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে এককভাবে মনোনয়নপত্র দাখিল করেন সভাপতি পদে মোশাররফ হোসেন ভূঞা, সহ-সভাপতি পদে আলহাজ্ব আবুল কাশেম, মো. সহীদ উদ্দিন ও হাজী গোলাম রসুল ভূঞা, সাধারণ সম্পাদক পদে পারভেজুল ইসলাম হাজারী, সহ-সাধারণ সম্পাদক পদে মো, ইকবাল হোসেন ও কাজী আরিফুল হোসেন রুবেল, সাংগঠনিক সম্পাদক পদে মুশফিকুর রহমান পিপুল, সহ-সাংগঠনিক সম্পাদক পদে আবুল কালাম আজাদ ও আনোয়ার হোসেন, কোষাধক্ষ্য পদে সাইফুদ্দিন আহম্মেদ জিতু, প্রচার সম্পাদক পদে গিয়াস উদ্দিন হেলাল, দপ্তর সম্পাদক পদে আবুল কালাম হাজারী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে জসিম উদ্দিন, ধর্ম সম্পাদক পদে মহি উদ্দিন ও লিটন সাহা, নির্বাহী সদস্য পদে মাহাতাব উদ্দিন মুন্না, আবদুল গোফরান বাচ্চু, সায়েদুল হক বাবুল, মাহবুবুর রহমান, মিজানুর রহমান, ফরিদ উদ্দিন ভূঞা, মো. জাহাঙ্গীর আলম, গোলাম সরওয়ার নয়ন, আবদুল মন্নান ফরিদ, পিটুল সাহা ও মো. লোকমান।
ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই শেষে ১১মে বৃহস্পতিবার বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। যাচাই-বাছাই শেষে সবকটি পদে একক প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ হলে নির্বাচনের জন্য নির্ধারিত তারিখ ২০মের আগেই বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছে এককভাবে মনোনয়নপত্র দাখিলকারীরা।
ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন উপ-কমিটির চেয়ারম্যান এডভোকেট মৌলভী খায়ের আহম্মদ সবকটি পদে একক প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদনা: আরএইচ







