নিজস্ব প্রতিনিধি>>
দেশের আবাসন শিল্পের প্রসারে ‘ইনকেট স্বপ্নধারা’ নামে নতুন প্রকল্পের চুক্তি স্বাক্ষর করেছেন ইনটেক প্রোপ্রাটিজ লিমিটেড। সোমবার রাজধানীর তেজগাঁও এলাকার একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিপত্রে স্বাক্ষর করেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক এম. ফখরুল ইসলাম ও জমির মালিক মাহমুদা বেগম।
এসময় কোম্পানীর জেনারেল ম্যানেজার (জিএম) রিদওয়ান আহমেদ, চীফ ইঞ্জিনিয়ার শাহ আলম ভূঞা, প্রজেক্ট ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, ল্যান্ড এডভাইজার আবু তাহের, জমির মালিকের ছেলে নাহিয়ান ও পক্ষে মোহাম্মদ আবদুল্ল্যাহ প্রমূখ উপস্থিত ছিলেন।
ইনটেক প্রোপ্রাটিজ’র ব্যবস্থাপনা পরিচালক এম. ফখরুল ইসলাম জানান, নাগরিক জীবনের সব ধরণের সুযোগ-সুবিধা নিয়ে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক সংলগ্ন আবাসন প্রকল্প ‘ইনকেট স্বপ্নধারা’ গড়ে উঠবে। রাজউক থেকে অনুমোদন পাওয়ার পর খুব অল্প সময়ের মধ্যে প্রকল্পের কাজ শুরু হবে।
সম্পাদনা: আরএইচ







