ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি নির্বাচিত হয়েছেন আয়নুল কবির শামীম। শনিবার চেম্বারের বার্ষিক সাধারণ সভায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এডভোকেট নুরুল আমিন খান।
এছাড়াও আবদুর রইছ কাইজারকে সিনিয়র সহ-সভাপতি, আবুল কাশেম ও একরামুল হক চৌধুরী জুনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছরের জন্য ২৪জন পরিচালক নির্বাচিত হন।
চেম্বার কার্যালয়ে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী। সদ্য বিদায়ী সভাপতি মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান এ কে এম সাহিদ রেজা শিমুলের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন আয়নুল কবির শামীম।
চেম্বার পরিচালক গোলাম ফারুক বাচ্চু ও শহীদ উল্যাহ হাজারী’র তত্ত¡াবধানে সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গিটার, কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, ফেনী চেম্বারের সাবেক সভাপতি সফিকুর রহমান ও জামাল উদ্দিন, ফেনী কাস্টমস্ এর সহকারী কমিশনার আবদুল বাতেন, ফেনী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোশাররফ হোসেন ভূঞা, হাজী নজির আহাম্মদ গ্রæপের চেয়ারম্যান আলহাজ¦ নুর উদ্দিন।
সভায় ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের বিদায়ী সভাপতি এ কে এম সাহিদ রেজা শিমুল বার্ষিক প্রতিবেদন পেশ করেন।
সম্পাদনা: আরএইচ/এনজেটি