ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ফেনী শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার আলহাজ্ব কোব্বাদ আহাম্মদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ধান অতিথি ছিলেন ফেনী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফেনীর উপ-পরিচালক কৃষিবিদ মোঃ জয়েন উদ্দীন।
ব্যাংকের শাখা প্রধান মোহাম্মদ জয়নাল আবেদীন মিয়াঁর সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো. নুর আজম, প্রধান শিক্ষক এ.কে.এম জহির উদ্দিন, ব্যাংকের আরডিএস জোন অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও বিনিয়েগি প্রধান মোহাম্মদ সফিউল হক। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকল্প কর্মকর্তা মোঃ মাহতাব উদ্দিন।
সম্পাদনা: আরএইচ/এনজেটি







