মানবিক দিক বিবেচনা করে ফেনী শহরের ১৫টি বিপনী বিতানের ১ মাসের ভাড়া মওকুপ করেছে মালিক পক্ষ। বুধবার ফেনী চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রির এক সভায় মার্কেট মালিক পক্ষ এ ঘোষণা দেন।

ফেনী চেম্বার অব কমার্সের একটি সূত্র জানায়, গত এপ্রিল মে এবং চলতি জুন মাসে করোনা পরিস্থিতির কারণে শহরের ব্যবসায়ীরা ঠিকমত তাদের প্রতিষ্ঠান খুলতে পারেন নি। কোন কোন ব্যবসায়ী একদিনের জন্যও তাদের প্রতিষ্ঠান চালানোর সুযোগ পাননি। এমতাবস্থায় দোকান ভাড়া ও কর্মচারী খরচ মেটানো নিয়ে ব্যবসায়ীদের মাঝে চরম হতাশা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে বুধবার নিজস্ব কার্যালয়ে বিপনী বিতানের মালিকদের সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে সভায় বসে ফেনী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষ। চেম্বার সভাপতি আইনুল কবির শামীমের সভাপতিত্বে সভায় সিনিয়র সভাপতি আবদুর রইছ কাইজার, জুনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, পরিচালক আনোয়ার হোসেন, ফরিদ উদ্দিন খান পাঠান, গোলাম ফারুক বাচ্চু, তোফাজ্জল হোসেন ছুট্টু, লোকমান হোসেন ফরায়েজী, চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীবসহ চেম্বারের সদস্য ও বিপনী বিতান মালিকরা উপস্থিত ছিলেন।

সভায় বিস্তারিত আলোচনা শেষে ১৫টি বিপনী বিতানের এপ্রিল মাসের ভাড়া মওকুফের ঘোষণা দেয়া হয়। মার্কেটগুলো হচ্ছে, শহরের কলেজ রোডের শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতান, আপ্যায়ন-আফরোজ টাওয়ার, মিজান রোডের গ্রান্ড হক টাওয়ার, শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কের এফ রহমান এসি মার্কেট, গ্রীন টাওয়ার, সমবায় সুপার মার্কেট, হাজী শাহ-আলম টাওয়ার, ট্রাংক রোডের ফেনী সুপার মার্কেট, পোষ্ট অফিস রোডের ফেনী সেন্টার, বড় বাজারের আলী আহম্মদ টাওয়ার, আলম মার্কেট, রাবি শপিং কমপ্লেক্স, আবদিন সুপার মার্কেট, হাই প্লাজা/ইব্রাহিম প্লাজা, যমুনা মার্কেট।
সম্পাদনা: এনকে/আরএইচ







