জাতীয় রাজস্ববোর্ড কর অঞ্চল কুমিল্লার পক্ষ থেকে ফেনীর ৬ ব্যক্তিকে সেরা করদাতা সম্মাণনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার কুমিল্লার হোটেল নুরজাহানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফের হাত থেকে এ সম্মাণনা গ্রহন করেন নির্বাচিতব্যক্তিরা।
কর কমিশনার মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপকর কমিশনার আসিফুর রহমান, যুগ্ম কর কমিশনার মো. শাহ আলমসহ জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফেনীতে শ্রেষ্ঠ করদাতা সম্মাণনা লাভ করেন শেখ আহমদ আহম্মদ ভূইয়া, শফিকুর রহমান, ফারুক হারুন, খায়ের আহমদ, বেলায়েত হোসেন, ফিরোজা সুলতানা। তাদের প্রত্যেকের হাতে সনদ ও সম্পাণনা তুলে দেন অতিথিবৃন্দ।







