ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের কাশিমপুরে স্টার লাইন ফুড প্রোডাক্টসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২ টার দিকে আগুনের সূত্রপাত হলেও এখনো (রাত আড়াইটা) পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।
ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক পুর্ণচন্দ্র মুদসুদ্দী জানান, আগুন নিয়ন্ত্রণ করতে ফেনী, সোনাগাজী, ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলা ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।







