ফেনীতে শিল্প ও বাণিজ্য মেলা চালু হওয়ায় করোনায় ক্ষতিগ্রস্থ স্থানীয় ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার সকালে ফেনীর শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ওয়াপদা মাঠে মেলার উদ্বোধনের সময় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মেলাটি বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে স্থানীয় ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, করোনাকালে ফেনীর ব্যবসায়ীরা নানাভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। আয়রোজগার বন্ধ থাকায় এখনো অনেকে ব্যবসায়ী দোকানভাড়া ও কর্মচারী বেতন নিয়ে মানবেতর জীবন যাপনে বাধ্য হচ্ছে। এছাড়াও সম্প্রতি সময়ে ফেনীর রাজাঝির দিঘীর পাড়ের অন্তত ৫ শতাধিক হকার কর্ম হারিয়ে পথে পথে ঘুরছেন। এমতাবস্থায় ফেনীতে মাসব্যাপী বাণিজ্য মেলার নামে মানহীন পণ্যের পসরা বসিয়ে ক্রেতাদের সাথে প্রতারণা করা হচ্ছে।
বক্তারা প্রশাসনের নিকট প্রশ্ন ছুড়ে বলেন, করোনা পাদুর্ভাবের ভয়ে দেশে এখনো সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, বাংলার ঐতিহ্য একুশে বই মেলা হয়নি। কিন্তুু টাকার বিনিময় ম্যানেজ হয়ে ফেনীতে এ মেলা বসাচ্ছে একটি অসাধু চক্র। কোন ভাবেই ফেনীতে মেলা হতে দেয়া হবেনা বলেও হুশিয়ারী দেন ব্যবসায়ীরা।
মানববন্ধনে ফেনী গ্র্যান্ড হক টাওয়ার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, ব্যবসায়ী শাহজাহান সাজু, পারভেজ, আলী মুর্তজা, সাইফুল ইসলাম, আমিরুল আলম পাটোয়ারীসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও হকাররা বক্তব্য রাখেন।
এদিকে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ফেনী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। মেলার প্রবেশপথে দর্শনার্থীদের স্বাগত জানাতে নির্মাণ করা হয়েছে দৃষ্টি নন্দন গেইট। ৮০টি স্টলের এ মেলায় রয়েছে দেশীয় প্রসিদ্ধ বিভিন্ন কোম্পানীর ১০ টি প্যাভিলিয়ন। এছাড়াও শিশুদের খেলার জন্য থাকছে বিভিন্ন বিনোদনমূলক রাইডস, যাদু শেখার ঘর ও খাবারের দোকান।
মেলা আয়োজক কমিটির সমন্বয়কারী এফ জে আলম জানান, স্বাস্থ্যবিধি মেনেই আজ (৪ মার্চ) মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আগামী এপ্রিল মাসের ৪ তারিখে মেলাটি সমাপ্ত হবে।
এদিকে ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী জানান, জেলা আইন শৃংখলা কমিটি থেকে শুরু করে সরকারী সংশ্লিষ্ট সকল দপ্তরে এলার অনুমোদন না দিতে আমরা অনুরোধ করেছিলাম। কিন্তুু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন ও স্থানীয় প্রশাসনিক অনুমোদন আমাদের পক্ষে ঠেকানো সম্ভব হয়নি। মেলার অনুমতি পাওয়ায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।







