সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের দারোগারহাটে মঙ্গলবার বিকালে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান।
সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেড এম কামরুল আনামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু, মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. রবিউজ্জামান বাবু, চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু, মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল।
এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকার ব্যবসায়ী বোরহান উদ্দিন, বেবি আনাম, মতিগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসমাইল হোসেন, মতিগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. হোসেন টিপু, চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন, ইউপি সদস্য কামরুল হাসান, দেলোয়ার হোসেন, জামশেদ আলম ফিরোজ প্রমুখ।
সম্পাদনা:আরএইচ/এইচআর







