দেশের রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সরকার সিআইপি (রপ্তানি) নীতিমালা অনুযায়ী ফেব্রিকা নীট কম্পোজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছাগলনাইয়ার মিজানুর রহমান নয়নকে বানিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি হিসেবে পূনরায় নির্বাচিত করে।
বুধবার (৩ এপ্রিল) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। তরুন শিল্পপতি ও সমাজসেবক মিজানুর রহমান নয়ন ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন শুভপুর ইউনিয়নের দক্ষিণ কুহুমা আব্বাস আলী হাজী বাড়ীর মরহুম ফরিদুর রহমানের বড় ছেলে এবং ছাগলনাইয়ার ঐতিহ্যবাহী করৈয়া বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের এক্স-স্টুডেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি। মিজানুর রহমান নয়ন পূনরায় সিআইপি নির্বাচিত হওয়ায় নিজ এলাকার সর্বস্তরের মানুষ তাকে বিভিন্ন মাধ্যমে অভিনন্দন ও শুভকামনা জানায়।
সম্পাদনাঃ আরএইচ