ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে এনআরবি ব্যাংক ছাগলনাইয়া উপশাখা’র শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ জুন) সকালে পৌর শহরের জিরো পয়েন্ট সংলগ্ন স্থানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এনআরবি ব্যাংক ছাগলনাইয়াসহ ৮টি উপশাখা’র উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান।
এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খাঁন’র সভাপতিত্বে এবং আইটি কর্মকর্তা আবু সাঈদ’র পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বদরুদ্দোজা ভূঁইয়া তারেক, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, ব্যবসায়ী আলমগীর ভূঁইয়া রনি, ব্যাংকের
ফেনী শাখার ম্যানেজার মিজানুর রহমান, ছাগলনাইয়া উপশাখার ম্যানেজার মোহাম্মদ ইসমাইল হোসেনসহ ব্যাংকের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেষে ফিতা কেটে এবং দোয়া ও মুনাজাত করে উপশাখাগুলোর উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
সম্পাদনাঃ আরএইচ