পরশুরামে এনজিও সংস্থা ব্যুরো বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আশ্রয়ন প্রকল্পে গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) উপজেলা পরিষদ চত্তরে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা।
ব্যুরো বাংলাদেশের জোনাল ম্যানাজার মো. রেজাউল করিম’র পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহফুজুর রহমান, উপজেলা এলজিডির প্রকৌশলী এস এম শাহ আলম ভূইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম হাজারী, উপজেলা বন কর্মকর্তা আবু নাসের চৌধুরী, জিয়াউর রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলা বন কর্মকর্তা আবু নাছের জিয়াউর রহমান জানান, ব্যুরো বাংলাদেশের পক্ষ থেকে ২ হাজার ৫শ টি বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে।
সম্পাদনাঃ আরএইচ