আরব আমিরাত প্রতিনিধি>>
আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম’র বড় ছেলে শেখ রাশেদ বিন মোহাম্মদ আল মাকতুম ইন্তেকাল করেছেন। শনিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর। তাঁর মৃত্যুতে দুবাই সরকার দুবাইতে তিন দিনের শোক দিবস ঘোষণা করেছে। এ সময়ে সকল সরকারী অফিস আদালতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে; তবে অফিসের সকল কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলবে।
শেখ রাশেদ বিন মোহাম্মদ এর মৃত্যুর সংবাদ প্রকাশের সাথে সাথে আমিরতের প্রেসিডিন্ট শেখ খলিফা বিন যায়েদ, সামরিক বাহিনীর প্রধান শেখ মোহাম্মদ বিন যায়েদসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশেদকে তার পুত্র বিয়োগে গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। শেখ রশিদ ছিলেন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের বড় স্ত্রীর বড় সন্তান। খেলাধুলার প্রতি তার ছিল ভীষণ আগ্রহ। ঘোড়দৌড় প্রতিযোগিতায় তিনি ছিলেন খুবই দক্ষ।
সম্পাদনা: আরএইচ/এমই
আরব আমিরাতের প্রধানমন্ত্রীর বড় ছেলের ইন্তেকাল







