জিম্বাবুয়ে ৩টি ডিম কিনতে লাগে একশ বিলিয়ন ডলার • নতুন ফেনীনতুন ফেনী জিম্বাবুয়ে ৩টি ডিম কিনতে লাগে একশ বিলিয়ন ডলার • নতুন ফেনী
 ফেনী |
১৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

জিম্বাবুয়ে ৩টি ডিম কিনতে লাগে একশ বিলিয়ন ডলার

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:০২ অপরাহ্ণ, ২৩ নভেম্বর ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক>>
বিশ্বের অন্যতম মুদ্রাস্ফীতির দেশ জিম্বাবুয়ে। দেশটির মুদ্রার মান এত পরিমাণে কমে গেছে যে, সেখানে একটি প্লাস্টিক ব্যাগে কিংবা একটি ঝুঁড়িতে জিম্বাবুয়ে ডলার নিয়ে গেলে একটি রুটি কিংবা এক লিটার দুধ পাওয়া যায়।

তিনটি ডিম কিনতে লাগে একশ বিলিয়ন জিম্বাবুয়ে ডলার। সে দেশের মুদ্রার এতোটাই অবমূল্যায়ন হয়েছে যে, একশ ট্রিলিয়ন ডলারের (জিম্বাবুয়ে ডলার) নোট আছে! তবে এর উল্টো চিত্রও রয়েছে।

৩৭ বছর ক্ষমতায় থাকার পর গত মঙ্গলবার ৯৩ বছর বয়সী রবার্ট মুগাবে পদত্যাগ করার পর উল্লাসে ফেটে পড়েছেন দেশটির নাগরিকরা। মুগাবের শাসনামলে যাপিত জীবন নিয়ে একেবারে বিরক্ত হয়ে পড়েছিলেন তারা। আফগানিস্তানের চেয়েও জিডিপির হার মাথাপিছু কম হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বহু নাগরিক।

তবে দেশটির উঁচুশ্রেণির নাগরিকরা কী রকম জীবন যাপন করেন, সে সম্পর্কেও তো জানা দরকার। অনলাইনে এলিট শ্রেণির কিছু মানুষের ছবি শেয়ার করা হয়েছে; তাতে রবার্ট মুগাবের ছেলের ছবিও রয়েছে।

সেখানে দেখা যাচ্ছে, উন্নত মানের জামা-কাপড় পরিধান থেকে শুরু করে দামি গাড়ি এমনকি ব্যক্তিগত বিমানে চড়ে যাতায়াত করেন সাধারণ অনেকেই। অনেকেই ব্যবহার করেন সোনার রিভলবার; সেই রিভলবারের বুলেটও সোনার।

অনেকের শোবার ঘর দেখে স্বর্গও মনে হতে পারে। আবার দলগত এক ছবিতে সবার হাতে দামি ঘড়ি দেখা যায়। কারও গোসলখানা দেখলেও আপনার চোখ জুড়িয়ে যেতে পারে।
সম্পাদনা: আরএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.