ভারতে ৩৪ লাখ ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা • নতুন ফেনীনতুন ফেনী ভারতে ৩৪ লাখ ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা • নতুন ফেনী
 ফেনী |
২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে ৩৪ লাখ ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্কআন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০১:২১ অপরাহ্ণ, ২৯ আগস্ট ২০২০

ভারতে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা শনিবার ৩৪ লাখ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৭৬ হাজার ৪৭২ জন। এ নিয়ে মোট রোগীর সংখ্যা পৌঁছেছে ৩৪ লাখ ৬৩ হাজার ৯৭৩ জনে।

এছাড়া ভারতে একদিনে আরও ১,০২১ জনের মৃত্যু হওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ হাজার ৫৫০ জনে। বৃহস্পতিবার ভারতে নতুন শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ ছিল।

সম্প্রতি ভারতে গড়ে প্রায় প্রতিদিনই অন্তত এক হাজার মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেলেও, প্রতি ১০ লাখে মৃত্যুর হিসাবে বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের তুলনায় ভারতের অবস্থান অনেকটা ভালো। দেশটিতে করোনা থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৬ লাখের বেশি মানুষ।

এদিকে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ঝাড়খন্ডসহ ভারতের বিভিন্ন এলাকায় লকডাউন বা বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে। সূত্র: এনডিটিভি
সম্পাদনা: আরএইচ/ এনজেটি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.