নতুন ফেনী ডেস্ক>>
ফেনী আসছেন না বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিও মজিনা। আজ সোমবার পূর্বনিধারিত ফেনী সফর বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ফেনী জেলা প্রশাসন।
সূত্র জানায়, সারাদেশে ২০ দলের ডাকা হরতালের কারণে সোমবার ড্যান মজিনার সফর বাতিল করা হয়। তিনি সকালে ফেনী পৌঁছে ফেনী সদর উপজেলার কালিদহ উচ্চ বিদ্যালয়ে রাইট্স এন্ড সাইট ফর চিলড্রেন এর একটি প্রকল্প পরিদর্শন করার কথা ছিল। এরপর তিনি দাগনভূঞা ইকবাল মেমোরিয়াল কলেজ পরিদর্শন ও সোনাগাজী মুহুরী প্রজেক্ট এলাকায় মেজর (অব:) সোলেমানের মালিকীয় এ্যাগ্রো-ফিশারী প্রজেক্ট পরিদর্শন করার কথা ছিল।
ফেনী জেলা প্রশাসক হুমায়ুন কবির খন্দকার তার সফর বাতিলের সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদনা: আরএইচ/এনকে