২০২২ সাল হবে চ্যালেঞ্জের বছর: ড. মাধব আচার্য্য
২০২২ সাল বিশ্ব পরিস্থিতি ও বাংলাদেশের জন্য চ্যালেঞ্জের বছর বলে মন্তব্য করেছেন প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ও জাতিসংঘ পুরস্কার প্রাপ্ত ড. মাধব আচার্য্য।
বৃহস্পতিবার এ প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি বলেন, এক গবেষণায় দেখা যায় বছরের প্রথম দিন শনিবার ও চতুর্দশী তিথি ও জ্যেষ্ঠা নক্ষত্র। অন্যদিকে মিশ্র কালসর্প দোষ ও গ্রহ-নক্ষত্রের বৈরী সন্নিবেশের কারণে ...