ফেনীতে করোনার প্রাদুর্ভাব যতদিন, খাদ্য সামগ্রী বিতরণ ততদিন • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে করোনার প্রাদুর্ভাব যতদিন, খাদ্য সামগ্রী বিতরণ ততদিন • নতুন ফেনী
 ফেনী |
২১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে করোনার প্রাদুর্ভাব যতদিন, খাদ্য সামগ্রী বিতরণ ততদিন

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ১২:২৮ অপরাহ্ণ, ২৯ মার্চ ২০২০

ফেনীতে করোনার প্রাদুর্ভাব যতদিন, ততদিন কর্মহীন মানুষের জন্য খাদ্য সামগ্রি বিতরণের ঘোষণা দিয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। রোববার প্রাথমিকভাবে ৫০ হাজার কর্মহীন হতদরিদ্র মানুষের জন্য খাদ্য সামগ্রি বিতরণ অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

নিজাম হাজারী সাংবাদিকদের জানান, জনসমাগম এড়াতে প্রতিটি ওয়ার্ডে জনপ্রতিনিধি, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের একজন করে দায়িত্ব দেয়া হয়েছে। প্রাথমিকভাবে ফেনী-২ সংসদীয় এলাকার পৌরসভার ১৮টি ওয়ার্ড ও সদর উপজেলার ১২ ইউনিয়নের গরীব ও অসহায় ৫০ হাজার মানুষকে খাদ্যপণ্য বিতরণ করা হচ্ছে। প্রতিটি প্যাকেট ২০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি মসুর ডাল এবং তেল রয়েছে। প্রতিদিন ১৮ টি পিকআপে নিত্যপন্য বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হবে।

তিনি আরো জানান, পর্যায়ক্রমে আরো ৭০ হাজার প্যাকেট বিতরনের পস্তুতি রয়েছে। নির্ধারিত সূচি অনুযয়ী আজ সকালে শর্শদী ও ফরহাদ নগর, বিকালে ফাজিলপুর ও ধর্মপুর, সোমবার সকালে পাঁচগাছিয়া ও মোটবী, বিকালে ছনুয়া ও কাজিরবাগ, মঙ্গলবার কালীদহ, ধলিয়া, লেমুয়া ও বালিগাও ইউনিয়নে বিতরণ করা হবে।

নিজাম হাজারী বলেন, করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছেন সেই মোতাবেক ফেনীর আওয়ামী লীগ নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।

এতে আতংকিত হবার কিছু নেই উল্লেখ কওে তিনি বলেন, ফেনী জেলায় ৪৩ টি ইউনিয়ন, ৬টি উপজেলা এবং ৫টি পৌরসভা এটি জেলা পরিষদ এবং ২০ জন জেলা পরিষদের সদস্য আছেন। জেলার প্রতিটি ইউনিয়ন, পৌর মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যানসহ আওয়ামী লীগের নেতৃত্বে আমরা আরও এক মাস আগে হতে মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছি। গুজব ছড়িয়ে মানুষকে আতংকিত না করতেও সকলকে অনুরোধ জানান তিনি।

এসময় জেলা প্রশাসক মো, ওয়াহিদুজ্জামান, জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট আকরামুজজমান, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিনসহ দলীয় বিভিন্নস্তরের নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ফেনী সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল বলেন, দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা প্রত্যন্ত অঞ্চলে খাদ্য সামগ্রী পৌঁছে দেবেন। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে একযোগে এটি বিতরণ করা হবে।

এর আগে ২৬ মার্চ বৃহস্পতিবার সাংসদ নিজাম উদ্দিন হাজারী গরীব ও অসহায় ৫০ হাজার মানুষকে খাদ্যপণ্য বিতরণের ঘোষণা দেন।
সম্পাদনা: আরএইচ/এনকে/এনজেটি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.