ফেনী সদর উপজেলার পশ্চিম ছনুয়ায় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া রিপনের শরীরে করোনা ভাইরাসের সংক্রামন ছিলোনা বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
শুক্রবার জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, বুধবার ফেনী সদর উপজেলার পশ্চিম ছনুয়া এলাকার সুজা মিয়ার ছেলে মো: রিপন মারা যায়। সপ্তাহ খানেক আগে থেকে তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতক্সক ছড়িয়ে পড়ে। ফেনী জেনারেল হাসপাতালে তার লাশ এলে নমুনা সংগ্রহ করে উর্ধ্বতনদের নির্দেশনা মোতাবেক দাফনের ব্যবস্থা করা হয়। যুবকের থেকে নেয়া নমুনা চট্টগ্রামে পরীক্ষা-নিরীক্ষার পর শুক্রবার সকালে তার শরীরে করোনা ভাইরাসের সংক্রামন ছিলোনা বলে নিশ্চিত করা হয়।
সম্পাদনা: এনকে/আরএইচ