ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে ভিজিএফ’র চাল আত্মসাতের অভিযোগে নাছির উদ্দিন নামের এক ইউপি সদস্যকে কারাগারে প্রেরণ করেছে আদালত। শনিবার জেলা গোয়েন্দা পুলিশের এসআই মহিউদ্দিন বাদী হয়ে মামলা দায়েরের পর আদালতে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এর আগে শুক্রবার রাতে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বটতলা বাজারের একটি দর্জি দোকান থেকে ৩০ কেজি ওজনের ৩ বস্তা চাল উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ধর্মপুর ইউনিয়নের বটতলা বাজারে অভিযান চালায়। এসময় একটি দর্জি দোকান থেকে ৩ বস্তা সরকারী চাল উদ্ধার করা হয়। তাৎক্ষণিক দর্জি দোকানীর দেয়া তথ্য মতে ধর্মপুর ইউপি’র ৯ নং ওয়ার্ড মেম্বার নাছির উদ্দিনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার গোয়েন্দা পুলিশের এসআই মহিউদ্দিন বাদী হয়ে মেম্বারের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।
এদিকে ধর্মপুর ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন সাকা জানান, তিন জন ভিজিএফ’র সুবিধা ভোগী মহিলা এলাকার বাহিরে থাকায় তারা তাদের চালগুলো মেম্বারের দায়িত্বে রাখার জন্য অনুরোধ জানায়। মেম্বার ওই চাল দর্জি দোকানে নিয়ে রাখে। এটি সে চুরি অথবা বিক্রির জন্য রাখেনি। তবে ৩ দিনেও এ চাল সুবিধাভোগীদের কাছে না পৌছানো তার দোষ হয়েছে। বিষয়টি ইউপি সদস্য পলাশ পুলিশকে জানিয়ে এ বদনাম রটাচ্ছেন। মূলত দুই মেম্বারের দ্বন্দ্বের কারণে বিষয়টি এমন হয়েছে বলে দাবী করেন চেয়ারম্যান শাখাওয়াত হোসেন সাকা।
গায়েন্দা পুলিশের ওসি এএনএম নুরুজ্জামান জানান, চাল উদ্ধারের ঘটনায় নাছির মেম্বারের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।
সম্পাদনা: এনকে/আরএইচ







