ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে মাটি কাটার পিকআপ চাপায় দুই শ্রমিক নিহত হয়েছে। শনিবার ইউনিয়নের টেন্ডলের ঘাটে এ ঘটনা ঘটে। বেশ কিছুদিন সংঘবদ্ধ একটি চক্র ওই এলাকায় দিনরাত ফসলী জমির মাটি কেটে বিক্রি করছিলো। নিহতরা হচ্ছেন সুনামগঞ্জের মধ্যগঞ্জ উপজেলার মাছিমপুর আটাইশা গ্রামের দ্বীন ইসলামের ছেলে ইমাম হোসেন কানন ও নেত্রকোনার কমলাকান্দা উপজেলার নাজিরপুর (হরিপুর) গ্রামের বাসিন্দা আবদুল আজিজ সরদার।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বেশ কিছু দিন যাবত স্থানীয় প্রভাবশালী হেলাল ও সেলিম নামের দুই ব্যক্তি দিন-রাত কৃষি জমির মাটি কেটে বিক্রি করে আসছে। তারা বালিগাঁও ইউনিয়নের চরহকদী গ্রামের টেন্ডলের ঘাটস্থ ফেনী নদীর পূর্ব পাশ থেকে মাটি কাটা শুরু করলে স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের বারণ করলেও অদৃশ্য শক্তির বলে ভ্রুক্ষেপ করেনি। শনিবার মাটি কাটার পিকআপ ঘুরানোর সময় অজ্ঞাতবশত ৩ শ্রমিক পিষ্ঠ হয়। এতে ঘটনাস্থলেই কানন ও আজিজ সরদারের মৃত্যু হয়। অন্যজনকে উদ্ধার করে অজ্ঞাত স্থানে চিকিৎসা দেয় ওই সিন্ডিকেটের সদস্যরা।
ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক সাজেদুল ইসলাম পলাশ জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই আজিজ সরদারের স্বজনরা তার লাশ নিয়ে যায়। কাননের লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখ হয়। মাটি কাটার কাজে ব্যবহৃত পিকআপ ও সিন্ডিকেটের সদস্যরা পালিয়ে যায়। এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।
ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা জানান, পিকআপ চাপায় দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন তিনি।
সম্পাদনা: এনকে/আরএইচ







